অদৃশ্য প্রেম
লিখেছেন লিখেছেন ব্লগার জীদ ২৪ অক্টোবর, ২০১৪, ০২:১৩:১৪ দুপুর
এলাকায় বিয়ার দাওয়াত । ইচ্ছা না থাকলেও যেতে হয় । খাওয়া দাওয়া শেষ করে চলে আসার সময় দেখলাম কাজী সাহেব মেয়ের সাক্ষ্য আনতে যাচ্ছে। চিন্তা করলাম এলাকার মেয়ে যাই একটু শেষ দেখা দেখে আসি । গিয়ে দেখি এলাকার অনেকেই ওখানে বসা । কাজী সাহেব শুরু করলেন_
-বল মা কবুল
-কনে চুপ
-বল মা কবুল বল
-কনে আরও চুপ
অনেকক্ষণ ট্রাই করার পরও কিছুতেই কবুল বলাতে পারছে না । তখন দেখলাম এক আন্টি ওখান থেকে উঠে আমার কাছে আসল । এসে আমার কানে কানে বলছেন- "তুই বাসায় চলে যা । তুই সামনে থাকলে এ মেয়ে কবুল বলবে না”।
বুঝলাম না কোন এক পিচ্চি কালে তাহার সহিত সামান্য হ্নদয়ের প্রণয় ছিল এইটা আন্টি জানল ক্যামনে ???
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন