ভাষাসৈনিক অধ্যাপক গোলাম আযমের সংক্ষিপ্ত পরিচিতি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ অক্টোবর, ২০১৪, ০২:২৯:২০ দুপুর



অধ্যাপক গোলাম আযম ১৯২২ সালের ৭ই নভেম্বর ঢাকার লক্ষীবাজারে তার মাতুলালয় শাহ সাহেব বাড়িতে জন্মগ্রহন করেন। তার পৈতৃক নিবাস ব্রাম্মনবাড়িয়ার নবীনগরের বীরগাও।

তিনি ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও ১৯৪৮ সালে এমএ পাশ করেন। এর আগে ১৯৪৪ সালে ঢাকার ততকালিন ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে মেধা তালিকায় দশম স্থানসহ ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৫০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত তিনি রংপুর কারমাইকেল কলেজে অধ্যাপনা করেন।

অধ্যাপক গোলাম আযম ১৯৪৭-৪৮ মেয়াদে ডাকসুর জিএস নির্বাচিত হন। ১৯৪৮-৪৯ মেয়াদে তিনি আবার এ পদে নির্বাচিত হন।

তিনি একজন অন্যতম ভাষা সৈনিক। ডাকসুর জিএস থাকাকালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৪৮ সালের ২৭শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সব ছাত্রছাত্রীর পক্ষ থেকে তিনি পাকিস্থানের ততকালিন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে ঐতিহাসিক স্মাররকলিপি উপাস্থাপন করেন্। ভাষা আন্দোলনের কারনে ১৯৪৮ সালের ১১ই মার্চ তাকে গ্রেফতার করা হয়।

রংপুর কারমাইকেল কলেজে অধ্যাপনার সময়ও তিনি কারাবরন করেন।

জীবনের শুরুতে তিনি তাবলিগ জামায়াতের সাথে যুক্ত হন। পরে ১৯৫৪ সালে তিনি জামায়াতে ইসলামিতে যোগদান করেন এবং ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি ততকালিন পুর্ব পাকিস্তানের জামায়াতে ইসলামির আমিরের দায়িত্ব পালন করেন। ১৯৫৭ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত একই দলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

জীবনে বহুবার তিনি রাজনৈতিক কারনে কারাবরন করেছেন।

জামায়াতে ইসলামির আমির সহ এ দলের গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পাকিস্তান সরকার বিরোধী আন্দালন এবং জাতীয় বিভিন্ন সঙ্কট উত্তরনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেছেন।

১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনের পক্ষে প্রচারনা ,আইউব খান বিরোধী জোট ডেমোক্্রাটিক অ্যাকশন কমিটির কেন্দ্রীয় সদস্য ,পাকিস্তানের শাসকবিরোধী জোট পাকিস্তান ডেমোক্রাটিক মুভমেন্টর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

১৯৭১ সালের ২২ নভেম্বর তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন এবং ১৯৭৩ সালে লন্ডন যান।

১৯৭৮ সালের ১১ই আগস্টে তিনি দেশে ফিরে আসেন এবং আবার জামায়াতের আমির নির্বাচিত হন।

২০০১ সালে তিনি আমিরের দায়িত্ব থেকে অবসরে যান। ১৯৭৩ সালে অধ্যাপক গোলাম আযমের বাংলাদেশী নাগরত্বি কেড়ে নেয়া হয় এবং পরে ১৯৮৪ সালে হাইকোর্টের আদেশের মাধ্যমে তা আবার ফিরিয়ে দেয়া হয়।

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তত্বাবধায়ক সরকার ব্যাবস্তার রুপকার অধ্যাপক গোলাম আযমের পরিচিতি রয়েছে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও। দীর্ঘ রাজনৈতিক জীবনের সুবাদে বিশ্বের অনেক রাজনৈতিক নেতার কাছে অধ্যাপক গোলাম আযম একজন ইসলামি রাজনৈতিক হিসেবে খুবই পরিচিত একটি নাম।

জেনারেল এরশাদের শাসনামলে আশির দশকের মাঝামাঝি তিনি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তত্বাবধায়ক সরকারর ব্যাবস্থার ধারনা প্রচার করেন এবং ১৯৯১ সালে এ ব্যাবস্থার অধীনে বাংলাদেশে একটি নির্বাচন অনষ্টিত হয় যা স্বাধীন বাংলাদেশে শান্তিপুর্ন অবাধ সুষ্টু নির্বাচনের ক্ষেত্রে মাইলফলক এবং যুগান্তকারী ঘটনা হিসেবে চিন্হিত হয়ে আছে

অধ্যাপক গোলাম আযম বেশ কিছু আলোচিত গ্রন্থের প্রনেতা। এর মধ্যে উল্লেখযোগ্য পশাশি থেকে বাংলাদেশ, ইকামাতে দ্বীন, মনটাকে কাজ দিন , তার আত্মজীবনীমুলক বই জীবনে যা দেখলাম ইত্যাদি।

অধ্যাপক গোলাম আযমের ৬ ছেলে। এর মধ্যে সাবেক ব্রিগেডিার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী দেশে আছেন। তার স্ত্রী সৈয়দা আফিফা আযম জীবিত আছেন।

বিষয়: রাজনীতি

১২০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277808
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৫
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০০
221713
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
277835
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৬
ইবনে হাসেম লিখেছেন : মরহুম অধ্যাপক গোলাম আযম! বাংলার এক ক্ষণজম্মা মহাপুরুষ! বাংলার দিকহারা মুসলমানদের জন্য আল্লাহ প্রেরিত এক অনুপম প্রেরণার আধার!! ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায়, ইসলাম ধর্মকে রাষ্ট্র ও সমাজে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠায় তাঁর গুরু মরহুম মাওলানা সৈয়দ আবুল আ’লা মওদূদীর সংগ্রামী যোগ্য উত্তরসূরী এবং বর্তমান শতাব্দীর এক নির্ভীক সিপাহশালার!! বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক কিংবদন্তীসম প্রাণপুরুষ!!! ছোট বড়, ছেলে বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত, শ্রমিক, কৃষক তথা আপামর জনসাধারণের জন্য ইসলামী চেতনার জাগরণ, ইসলামী জ্ঞান আহরণ ও বিতরণ এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্র বিনির্মানে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব তিনি। অধ্যাপক গোলাম আযম বাংলার দিগভ্রান্ত জনতার জন্য আল্লাহ প্রদত্ত বিষম্য়কর এক প্রতিভা এবং বিরামহীন উদ্দীপণার নাম। বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সমগ্র জীবন ও যৌবনকে বিলিয়ে দেয়ার এক অকুতোভয়, সংগ্রামী এবং বিপ্লবী নেতৃত্বের প্রতিকৃতি অধ্যাপক গোলাম আযম।
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।
277837
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৯
277861
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৯
221726
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File