খোলা চিঠি

লিখেছেন লিখেছেন ব্লগার জীদ ২৪ অক্টোবর, ২০১৪, ১২:১৬:২২ দুপুর

গোলাম আজম সমীপে,

জনাব, আপনার বিচার আদালতের কাঠগড়ায় হবে, সেই বিচার দেখার প্রত্যাশায় রইলাম। তবে ইতিহাসের দুটি করুণ দিক তুলে ধরলাম জাগ্রত বিবেকের চেতনার প্রতি। তিউনিসিয়ায় ইসলামী আন্দোলনের নেতা রশিদ ঘানুসীকে, বেন আলী সরকার বহুবার ফাঁসির আদেশ দিয়েছিল। ফল হল এমন, রশিদ ঘানুসী ফাসিতে মরেন নাই তিনি নিজেই তার মৃত্যুদণ্ড উপভোগ করার জন্য বেন আলীর কোমা আক্রান্ত দেহের দিকে তাকিয়ে আছেন। মিশরের শাহ ফারুক জরুরী অবস্থা ঘোষণা করে, ইসলামী নেতা হাসান আল বান্নার লাশকে দাফন করেছিল। ফল হল এমন, শাহ ফারুকের প্রতি অবিকল একই অবিচার হয়েছিল জামাল নাসেরের হাতে। আবার সেই জামাল নাসের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য ইসলামী আন্দোলনের প্রধান নেতা সাইয়্যেদ কুতুবকে গোপনে ফাঁসিতে লটকিয়েছেন। ফল হল এমন, সেদেশের অলি গলিতে এখন সাইয়্যেদ কুতুবের সাথীরা নেতৃত্ব দিচ্ছেন এবং আমেরিকা তাদের কাছে, নাকে খত মারতে সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কে ধর্মনিরপেক্ষ বাদী সরকার ও সামরিক জান্তা, নাজিমুদ্দিন আরবাকানের ইসলামী সরকারকে, প্রতি পদে নাজেহাল করেছিল। ফল হল এমন, দাড়ি মোচ বিহীন এমন এক শক্তির উদ্ভব হল, যারা মসজিদের জামায়াতে লাইন লাগিয়ে কাতার বন্ধী হয়ে দাঁড়ান এবং সমুদয় অপবাদের মূলোৎপাটন করেন। যাদের হাতে ধর্মনিরপেক্ষ সরকার ভূলুণ্ঠিত হল এবং সামরিক জান্তার প্রত্যেক দোষী সদস্যকে ইঁদুরের মত পাকড়াও করে জেলের প্রকোষ্ঠে ভরা হল। নতুন সৃষ্ট বাংলাদেশ সরকারের নিরাপত্তার জন্য, মিশর সরকার তখনকার বাংলাদেশ সরকার প্রধানকে ট্যাংক উপহার দিয়েছিল। ফল হল এমন, এই ট্যাংক গুলো তাঁদের রক্ষার্থে সামান্যতম কোন উপকারে আসেনি বরং তাঁদের জঘন্যতম হত্যাকাণ্ডে অংশ গ্রহণ করেছিল। এগুলো ইতিহাসের কিছু করুণ অধ্যায়। কে কার, কোন অপরাধের বিচার করবে কেউ জানেনা, তবে প্রতিটি প্রতিহিংসার একটি চরম প্রতিঘাত অপেক্ষা করে। আপনার বিচারের রায় কি হবে জানিনা, তবে আপনাকে স্মরণ করার জন্য লক্ষ লক্ষ শিক্ষিত যুবক সৃষ্টি হয়েছে বাংলার বুকে। যারা আপনাকে চিরদিন মনে রাখবে, চিরদিন ভালবাসবে, সম্মান করতে থাকবে নিজের গরজে। আপনাকে এই শ্রদ্ধা পেতে রাষ্ট্রের কোন আইনের প্রয়োজন পড়বে না। আপনার লিখনি অনাগত যুবকদের জন্য হবে নতুন পথের দিশা এবং ঘটবে নব উত্থান। আপনি দীর্ঘজীবী হোন সত্য পথে চলার অনুসারীদের কাছে।

বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277881
২৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২১
শেখের পোলা লিখেছেন : আমিন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File