ইসরাইলের দালাল আপনি ও !!!
লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ২০ অক্টোবর, ২০১৪, ১২:১০:০৮ দুপুর
বৃটিশ পার্লামেন্টে ফিলিস্তিনের স্বিকৃতি পেয়ে যারা তৃপ্তির ঢেকুর নিচ্ছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন,,,,,,,,,
কারা কাকে স্বিকৃতী দিচ্ছে? কারা বৈধ কারা অবৈধ?
আপনাদের অবস্থা দেখে তো মনে হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র অবৈধ ছিল। আর বৃটিশদের ভোটে তারা বৈধ হয়ে গেল। আপনারা ও মনে করেন ইসরাইল নামক জারজ রাষ্ট্র বৈধ। ফিলিস্তিনিরা জুলুম করে ইসরাঈল দখল করে আছে।
আপনারা ও কুত্তাসংঘের ফিলিস্তিনিদের পক্ষের কথাগুলো বিশ্বাস করছেন। কিন্তু এটা ভুলে গেছেন যে ফিলিস্তিনিদের আজকের পরাধিনতা এই বৃটিশ ও কুত্তাসংঘের মহাদান। এরা একদরজা দিয়ে মুসলমানদের স্বাধীন ভুখন্ডে জারজদের ঢুকিয়ে দিচ্ছে আর অন্য দরজা দিয়ে মুসলমানদের পক্ষে মায়া-মমতার প্রকাশ ঘটাচ্ছে।
কোনটা আসল কোনটা নকল? কবে বুঝবেন আপনারা?
কুফফার শক্তি আজ সারা বিশ্বের মুসলমানদের চিন্তা-চেতনায় আমূল পরিবর্তন এনে দিয়েছে। আমরা আজ কাফেরদের স্বিকৃতির জন্য তাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছি। তাদের একটু দয়া/সমর্থনের আশায় তাদের পায়ের উপর লুটায়ে পড়ছি।
কেন, আমাদের পারস্পরিক বিবেদের জন্য কি আমরা নিজেদের মধ থেকে শালিশি নিয়োগ করতে পারি না? আমরা নিজেদের স্বাধিনতার জন্য নিজেদের বাহূর জোর দেখাতে পারি না? আমরা কেন তাদের গোলামীত্বের মধ্যে তৃপ্তি খুজে পাই?
আমাদের এই নির্বুদ্ধিতার শেষ কোথায়?
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওদের স্বাধীন করার পিছে লাগছে যাতেঃ রাষ্ট্র গঠন করে দিয়ে ব্যবসা বাণিজ্যে লাগিয়ে যুদ্ধ কৌশল ও অস্ত্র-টেকনোলোজীতে দমিয়ে দেয়া যায়, এটা খুব কার্যকরী পলিসি মুসলমানদের জন্য, যেমন আজকে বাংলাদেশ স্বাধীন হয়েও গোলাম!
মন্তব্য করতে লগইন করুন