"cetona" = kkhomota-okkhomotar mapokaThi

লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ১৯ অক্টোবর, ২০১৪, ০৮:৪৯:৫৯ রাত

"চেতনা" এমনি এক অস্ত্রের নাম যার প্রভাবে ১০ থেকে ১২ টা ছাগলের জন্য ঢাকার প্রাণ কেন্দ্রে বিরানীয় নিরাপত্তার ব্যাবস্থা হয়ে যায়। কিন্তু দেশের ৯৫ ভাগ জনসংখ্যার প্রাণের দাবি আদায়ে এই ঢাকায় এক রাত সময় মিলেনা। এই চেতনার শ্লোগান শুনতে শুনতে শ্রবন অংগ আজ বেকার হবার পথে। সংসদ থেকে বাথরুম সবখানেই চেতনা। কিন্তু এই শ্লোগানে যাদের মুখ আজ ফেনাভর্তি তারা ও জানে না আসলে বিষয়টা কি? কোথাকার কোন পাগলের মুখে হঠাৎ করে এই শব্দটা প্রসব হয়ে যায়, আর অমনিতেই মতলববাজরা এটাকে লুফে নেয়। শব্দটির নানাবিধ গুণাবলী আছে। বিশেষ করে এই চেতনার ধারকরা ৭১এ রাজাকার থাকলে ও এখন মুক্তিযোদ্ধা, আর ৭১ এর মুক্তিযোদ্ধারা আজ রাজাকার। হায়রে আবাল বাংগালী! হাম্বালীগের সাথে সাথে এখন দেখছি বি,এন,পির মুখে ও শব্দটার বহুল চর্চা হচ্ছে। কে জানি, কি আবার মতলব তাদের?

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File