Plz think
লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ১৬ অক্টোবর, ২০১৪, ১২:৩৩:৪৫ দুপুর
>> একজন বাবা কি পারবেন দৃশ্যটি সহ্য করতে <<
----------------------------------------------
নবজাতকের কোমল পরশ পেতে কোন বাবারই মন না চায়? একজন বাবা তার নবাগত সন্তানকে ঘিরে কত স্বপণই না দেখে থাকেন। কত অপেক্ষা? কত পরিচর্যা? কত মোনাজাত? সেই সন্তানের জন্য। সেই সন্তান দুনিয়াতে আসার পর কোলে না নিতে পারার কি যন্ত্রনা সেটা একমাত্র বাবাই বুঝেন। তারউপর যদি কারাপ্রকোষ্টের অন্ধকার থেকে শিকের বাহিরে নিজের নবজাতক কে কোলে না নিতে পেরে শুধু দেখতে হয় তখন কোন বাবা পারবে সেই দৃশ্য সহ্য করতে?
বিষয়: বিবিধ
৭৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন