যাদের কাজ উদারতা শিখানো, তারা কবে উদারতা শিখবে??
লিখেছেন লিখেছেন অনিবার্য বিপ্লবের ইশতেহার ১৪ অক্টোবর, ২০১৪, ০৪:৪১:১৩ বিকাল
অবশেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথিতযশা বৃদ্ধিজীবি ড. পিয়াস করীমের মৃতদেহকে শহীদ মিনারে নেয়ার অনুমতি দিল না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টেলিভিশনের স্ক্রল থেকে জানলাম, ছাত্র সংগ্রাম পরিষদ নামক ভুঁইফোড় একটা সংগঠনের আপত্তির কারনে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
আমাদের বিবেকহীনতার সংস্কৃতি কত উঁচু পর্যায়ে পৌছেছে আর দলীয়করন আর সরকারের দালালীপনা মাশাল্লাহ এমন জায়গায় উন্নীত হয়েছে, যে একজন শিক্ষককে শেষ বিদায় জানানোর মত ঔদার্যতা প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দেখাতে পারলো না।
হীনমন্যতার আঁধার যে বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্ররাই বা কি শিখবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ও বাম ঘরানার বাইরে যে শিক্ষকেরা এখনও আছেন, তারা তাদের মৃত্যুর পর স্বীকৃতি পাবেন তো?
একটা লাশকে অবজ্ঞা করার মত যে উঁচু স্তরের নোংরামী বর্তমান সরকার ও প্রশাসন শুরু করে গেল, তার ভবিষ্যত পরিনতি কি তারা হজম করতে পারবেন??
দেখি, আর কত নীচে আমরা নামতে পারি!!
বিষয়: বিবিধ
৭৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন