মাছরাঙার সপ্ন
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ১৮ মে, ২০১৫, ১২:৫৭:১৭ দুপুর
এই পথ হেটে হেটে
আমি এগিয়ে যায়
অনেক দূর
সম্মুখে বিষাদের কালো ছায়া
পাহাড় আছে একটা
কষ্টের নীল পাহাড়।
দূরে খেলা করে শান্ত নদী
তার প্রতি ঢেওয়ে ঢেওয়ে
বুনন হয় কত সপ্ন।
মাছরাঙার চোঁখে সপ্ন
ভেসে ওঠা মাছটাকে গিলে খাবে
ডুব দেয় ভেসে ওঠা মাছ
ডুবে যায় মাছরাঙার সপ্নটাও।
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভেসে ওঠা মাছটাকে গিলে খাবে
ডুব দেয় ভেসে ওঠা মাছ
ডুবে যায় মাছরাঙার সপ্নটাও।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন