কাব্যকনা

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০৭ মার্চ, ২০১৫, ০৪:২৭:৫৭ বিকাল

** কি আর হবে খুঁজে

হারিয়ে ফেলা বোধ

সহিংসতা মানেই এখন

হরতাল-অবরোধ।

** হরতাল-অবরোধে

করব কি আর কাম

পেট্রোল বোমা এখন

আতঙ্কেরই নাম।

** দেখিনা তো ভাই

আমি যে অন্ধ

তবু নাকে আসে

পোড়া মানুষের গন্ধ।

** জনগনের আদালতে

একদিন ঠিকই হবে রায়

মানবতা এখানে

খুবই অসহায়।

** কি আর হবে খাটিয়ে

যত সব ফন্দি

জীবনটা তো

হাতের মুঠোয় বন্দী।

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307653
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File