ছোট লোক

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২১ জানুয়ারি, ২০১৫, ১০:৪১:৫৮ সকাল

বাড়িতে ফেরার সময় বাজারের একটা দোকানে বেশ ভিড় আর চিৎকার চেচামেচি শুনে সাইকেল থামিয়ে দোকানটির কাছে গিয়ে দাড়ালো মামুন।একটা আধা বয়সী মহিলা আর একজন সাতাস আটাশ বছর বয়সের যুবকের মধ্যে কথা কাটাকাটি চলছে।দুজনের কথা কিছুটা শুনে মামুন বুঝল মহিলাটি যুবকের কাছে টাকা পাবে।তাদের বাসা রেল কলোনীতে।মহিলা মেয়েদের জিনিস পত্র ফেরী করে বেড়ায়,তার কাছে জিনিস পত্র দেখে বুঝল মামুন।আর যুবকটি কি করে ঠিক বুঝতে পারল না মামুন।তুই আমার টাকা না দিয়ে কোথাও যেতে পারবি না হুংকার ছেড়ে বলল মহিলা যুবকটিকে।যুবক বলছিল,মহিলা তার কাছে কোন টাকা পাবে না।তাদের ঝগড়া দেখতে আরও লোক জমে গেল।ভিড়ের মাঝে এক মুরুব্বি এসে মহিলার কাছে জানতে চাইল তুমি ওর কাছে কত টাকা পাবে।মহিলা টাকার অংকটা বলার সাথে সাথে মামুন যেন আকাশ থেকে পড়ল।লোকজনের ভিড়ও ইতি মধ্যে কমে গেছে।এই সামান্য টাকার জন্য মহিলাটি যে ভাবে এই ভরা বাজারে যুবকটির সাথে ঝগড়া বাধাল এতে করে তাকে ও যুবকটিকেও চরম ছোট লোকই বলা যায়।আসলে ছোট লোক মানুষের গায়ে লেখা থাকলেই ভাল হত।তাহলে খুব সহজেই ছোট লোক গুলোকে চেনা যেত।সাইকেল প্যাডেল মেরে মামুন বাড়ির দিকে রওনা হয়।সাইকেলের প্যাডেল ঘোরার মত মামুনের মাথায় একটা কথায় ঘুরতে থাকে,মাত্র পঞ্চাশ টাকার জন্য মানুষ এই ভাবে ঝগড়া করতে পারে!

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301074
২১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে দেশে ১০ টাকার জন্য খুন হয় সেখানে ৫০টাকার জন্য ঝগড়া তো স্বাভাবিক!
301085
২১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৬
হতভাগা লিখেছেন : মহিলা ছোট লোক হলে সাথে পুরুষটিকেও ছোট লোক ট্যাগ দিতেই হবে , পুরুষটি ছোট লোক হলে মহিলাকে বলা যাবে না - কারণ এতে স্ট্যাটাস নেমে যাবে।
301098
২১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:০১
sarkar লিখেছেন : টাকা এমনই।টাকার অংক কোন বিষয় না।এখানে দেনা পাওনার বিষয়।বিশ্বাস অবাশ্বাসের বিষয়।
301107
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৭
অনেক পথ বাকি লিখেছেন : গরীব মানুষদের কাছে ৫০ টাকাও অনেক বড়। এখানে টাকার অঙ্কের হিসাব না করে না দেয়ার মানসিকতাই দায়ি।
301109
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৮
আফরা লিখেছেন : টাকার অংক কোন বিষয় না। ঋৃণ তো ঋৃণই ।আর ঋৃণ রেখে মারা গেলে আল্লাহ তো সেটা মাফ করবে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File