তাপসীকে লেখা খোলা চিঠি
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০৪ জানুয়ারি, ২০১৫, ০৯:৫৭:১৮ সকাল
তাপসী,
মানুষ সব সময় চাই তার প্রিয় মানুষ গুলোর কাছাকাছি থাকতে।কিন্তু বাস্তব আমাদের জন্য বড়ই কঠিন।আমরা সবসময় যে প্রিয় মানুষটির সান্নিধ্য চাই সেই প্রিয় মানুষটির কাছ থেকে জীবনের বেশির ভাগ সময় দূরে থাকতে হয়।এই যেমন তুই এখন নিজের বাড়িতে আছিস আর বিয়ের পরে চলে যাবি স্বামীর ঘরে।এত প্রিয় মূখ গুলি ইচ্ছে করলেও যখন তখন দেখতে পারবি না, মাততে পারবিনা খুনসুটিতে।কর্পোরেট লাইফটা না একদম কাটখোট্টা।যখন ভাবি এই ভাবেই জীবনটা পার হয়ে যাবে তখন একরাশ বিষন্নতা এসে ভর করে মনে।আজকাল বিষন্নতা আর কিছুতেই কমে না। মনের সাথে যুদ্ধ করে বেচে থাকাটাই সবচেয়ে কঠিন মনে হয়।বেঁচে থাকার অর্থটাই এখন খুঁজে পায়না।ভাললাগা আর ভালথাকা এ জন্মে আর হবেনা রে।
মাঝে-মাঝে বাঁচার আনন্দ যেটুকুও বা পায় চারপাশে স্বার্থপর মানুষ গুলোকে দেখলে সে আনন্দটুকু ফিকে হতে সময় লাগে না।স্বার্থপর আমিও ছিলাম কম বেশি।এখন মনে হয় একটু বেশি স্বার্থপর হয়ে গেছি।
নিজেকে গুটিয়ে নিচ্ছি চারপাশ থেকে।নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে খুব।হারিয়ে যেতে ইচ্ছে করছে দূর কোন অজানায়।
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজস্ব অনুভূতিই খুজে পেলাম আপনার চিঠিতে!
অন্তরের গভীর থেকে উঠে আসা শব্দমালা দাগ কাটল মনে!!!
মন্তব্য করতে লগইন করুন