স্বার্থপর
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ৩১ ডিসেম্বর, ২০১৪, ০১:১৫:৪২ দুপুর
সুমন ফোন করেছে।ফোনটা ধরতেই কেমন করুন সুরে বলল,অরন্য আমাকে একটা হেল্প করতে পারবি?আমি বললাম,আরে আগে বলবি তো সমস্যাটা কি তারপর না বলতে পারব হেল্প করতে পারব কি পারব না।আমতা আমতা করে সুমন বলল,না মানে কাল আমার হাজার বিশেক টাকা লাগবে ধার দিতে পারবি?
চট করে মাথায় চলে এল বছর খানেক আগের কথা।হ্যা এইতো বছর খানেক আগে কি একটা সমস্যায় পড়েছিলাম তখন সুমনের কাছে হাজার দশেক টাকা ধার চেয়েছিলাম কিন্তু ও দেয়নি।অথচ আমি নিশ্চিত জানতাম সুমনের কাছে টাকা আছে।সে সময় অনেকের কাছেই হাজার দশেক টাকার জন্য হন্য হয়ে ঘুরেছি অথচ কেউ দেইনি।কিন্তু এই আমি নিজের সাধ্যর ভেতরে কি না করেছি অন্যর জন্য।সেই দিন থেকে মনে মনে প্রতিঙ্গা করেছিলাম স্বার্থপর হব আমিও, কঠিন স্বার্থপর।
সুমনকে বললাম,আমার কাছে কোন টাকা নাই।সুমন অন্য কারও কাছ থেকে নিয়ে দিতে বলল।আমি বললাম কার কাছে চাইব বল আমার তেমন কেউ নেই যে তার কাছে ধার চাইব।একটা দীর্ঘস্বাশ ছেড়ে সুমন ফোনটা রেখে দিল।
আমি তখন আমার নিজের স্বার্থপরতা দেখে নিজেই ভিষন আনন্দ পাচ্ছি।
রাতে যখন ঘুমাতে গেলাম তখন সুমনের অসহায় কন্ঠটা বার বার কানে বাজছিল।অনেক রাত হয়ে গেলেও ঘুম আসছিল না।মনে যখন কিছুতেই শান্তি পাচ্ছিলাম না তখন সিদ্ধান্ত নিলাম কাল সকালেই সুমনকে ফোন করে টাকাটা নিয়ে যেতে বলব।এই কথাটি ভাবতেই মনের ভেতর অসম্ভব একটা শান্তি অনুভব করতে লাগলাম।চাইছিলাম একটু স্বার্থপর হতে কিন্তু না আমার আর স্বার্থপর হওয়া হলনা।
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন