কবিতারাও ছন্দহীন

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ১০ নভেম্বর, ২০১৪, ০৯:১০:৪১ সকাল

মন থেকেই চেয়েছি

এই রাতটা হোক

দীর্ঘ থেকে দীর্ঘতর

যখন তোমার নিঃস্বাশটা

ভারি হচ্ছিল আমার বুকের ভেতর।

যার ভার মানুষ নিতে পারে না

প্রকৃতির নিয়মে

সেটা কখনই মাপা যায় না

যেমনটা ভালবাসা!

আমি তুমি কিম্বা আমরা

কত হিসাবই করি প্রত্যহ

হয়তো ভালবাসারও

তবু তোমায় ভালবাসি

কোন হিসাব ছাড়াই।

রাত যত গভীর হয়

তোমার নিঃস্বাশের শব্দ

ততই আরও মধুর হয়ে বাজে

আমার কানে।

আমার বুকে তোমার

নিঃস্বাশের শব্দ

কবিতারাও ছন্দহীন।

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282848
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৩৭
জোনাকি লিখেছেন : হুম!ভালোইতো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File