শুভ জন্মদিন

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ৩০ অক্টোবর, ২০১৪, ১১:৪৩:৫৫ সকাল

একটা ক্ষনিক আর্তচিৎকারে

তুই জানান দিলি

এই পৃথিবীর তুইও একজন।

ওই চিৎকারটা আনন্দের নাকি কষ্টের

তা এখন তুই বলবি কি করে।

তবে তোর ওই আর্তচিৎকারে

কিছু মানুষের মনে

পৌছে গিয়েছিল আনন্দের বার্তা।

তোর প্রথম আর্তচিৎকারের দিনটাই ছিল

তোর জন্মদিন।

তুই পূর্ণতা নিয়ে না আসলেও

কাউকে কাউকে হয়তো

তুই এনে দিয়েছিলি পূর্ণতা

এবং পূর্ণতার অনাবিল আনন্দ।

একদিনের মহিরুহ থেকে

তুই আজ শাখা প্রশাখা মেলে

এক পূর্ণ মানবী।

গুনে গুনে উনিশটি গোলাপ হাতে

তোর উনিশ তম জন্মদিনে,

জন্মদিনের শুভেচ্ছা জানাতে

আমি তোর সম্মুখে দাড়িয়ে।

মনের যত ভালবাসা আছে

সব মিলিয়ে মিশিয়ে

ছোট্ট করে তোকে বলি

শুভ জন্মদিন।

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279591
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৬
কাহাফ লিখেছেন :
সুন্দর শব্দ চয়নে,নান্দনিক কাব্যিকতায় জন্ম দিনের শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগলো!
অনেক ধন্যবাদ আপনাকে!! Rose Rose Rose
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১১
223324
মোস্তফা সোহলে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই
279600
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে Rose Rose Rose
279619
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫২
মামুন লিখেছেন : Rose Rose Roseখুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি। Thumbs Up Thumbs Up Thumbs Up
279737
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৯
আফরা লিখেছেন : দারুন কবিতা তো ! একেবারে শূন্য থেকে ১৯ বছর ছোট্ট কবিতায় তুলে ধরেছেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File