বউনুকাব্য
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২২ অক্টোবর, ২০১৪, ০৮:৪৮:০০ সকাল
* বউয়ের কথায়
করি ফাইট
বউয়ের সব
কথায় রাইট।
* বউ একটু করলে
বাড়াবাড়ি
আমি মাজি
থালা হাড়ি।
* বউ আমার
ময়না
মাস গেলে দেই
দামি গয়না।
* অযথায়
নাহি করি ফান
মনের সুখে
বউকে শুনায় গান।
* বেরিয়ে যায় জান
রাখতে বউয়ের মান।
বিষয়: বিবিধ
৭৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভলো তো,ভালো না?
বিয়া করছেন তো বিপদে পড়ছেন।
মন্তব্য করতে লগইন করুন