কাব্যকনা
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২১ অক্টোবর, ২০১৪, ০৩:৫১:৩১ দুপুর
* ফুল ফুটে আছে টবে
অপেক্ষায় আছি আমি
আসবে তুমি কবে।
* তোর শুধু খাই খাই
স্বভাব
এখন ভাল মানুষের
বড় অভাব।
* মাঠের মানুষ
মাঠে খাটি ভাই
দুই নাম্বার
ধান্দা নাই।
* বিক্রেতারা ক্লেভার
ম্যাংগো জুসে দেয়
ফ্লেভার।
* কে বলেছে নেই
আমাদের বোধ
বোধের ঠেলাই ডাকছি রোজই
হরতাল অবরোধ।
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মেজ ভাই এভাবে ছড়া লিখে।
মন্তব্য করতে লগইন করুন