বিচক্ষনতা
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২১ অক্টোবর, ২০১৪, ০৭:৪৫:৩০ সকাল
অভিব্যক্তি গুলি কখনই
প্রকাশ করা হয়নি
তাই বোঝনি হয়তো কিছুই,
তবু তোমার বিচক্ষনতা পরিমাপ করা
আমর জন্য চরম বোকামীই বলব।
কেউ মনকে প্রবোধ দেই এই বলে,
পাওয়াটাই জীবনের সব কিছু নয়
তবু মনে মনেই ডুবে মরে তারা।
প্রকাশ্য ডুবলে কারও চোঁখ পড়ত
মনের মাঝে ডুবলে দেখার কে আর থাকে?
তবু আগ বাড়িয়ে
একটু বোঝার চেষ্টা করেছিলাম তোমায়
হয়তো ওটাই ভুল ছিল
সবার ভুল গুলো আর এক নয়
কারও ভুল আবার ফুলও হয়ে যায়
আমার বুঝি আর হলনা কিছু!
কেন জানি তারপরও অপেক্ষায় থাকি
তোমার বিচক্ষনতা দিয়েই বুঝে নেবে
আমার অভিব্যক্ত কি ছিল।
বিষয়: সাহিত্য
১০৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা ভাল হয়েছে ভালও লেগেছে ধন্যবাদ ভাইয়া ।
কবিতা ভাল হয়েছে ভালও লেগেছে ধন্যবাদ ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন