তুমি আমার শত্রু হও
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১৭:৩৯ দুপুর
নাই বা হলে তুমি
বন্ধু আমার
শত্রু হও।
তুমি আমার শত্রু হলওে
আমি সুখ পাব।
বন্ধু যেমন রাখে
বন্ধুর খোঁজ-খবর
তেমনই শত্রুও রাখে
শত্রুর খোঁজ-খবর।
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন