গল্প সংকলন-২০১৫
লিখেছেন লিখেছেন মোঃ অয়েজুল হক ১৬ নভেম্বর, ২০১৪, ০৪:২৫:৪০ বিকাল
অমর গ্রন্থমেলা-২০১৫ উপলক্ষ্যে বই ঘর প্রকাশনী থেকে একটি ছোট গল্প সংকলন বের করা হবে। আগ্রহী লেখকদের (নবীন-প্রবীন) নিকট থেকে ছোট গল্প আহব্বান করা যাচ্ছে। আগ্রহী লেখক বন্ধুরা আগামী ২৮ নভেম্বর -২০১৪ ইং তারিখের ভেতর আমাদের গ্রুপে তাদের গল্প গুলো পোষ্ট করবেন ( গ্রুপে পোষ্টের ক্ষেত্রে গল্পের শেষে অবশ্যই আপনাকে লিখে দিতে হবে- ‘‘ গল্প সংকলন-২০১৫ এর জন্য ” ছোট্ট এ কথাটি। আপনার লেখাটি মেইল করতে পারেন- এ ঠিকানায়। সুন্দর সুন্দর লেখা গুলো পাঠিয়ে দিন কোন রকম সংকোচ ছাড়াই। লেখার সময় খেয়াল রাখবেন আপনার লেখা গল্প গুলো যেন ১৫০০ শব্দের মধ্যে থাকে। সম্পাদনা ও যাচাই বাছাইয়ের পর নির্বাচিত ২৫ টি গল্পের তালিকা সহ লেখকদের নাম প্রকাশ করা হবে আগামী ৫-৬ ডিসেম্বরের মধ্যে। যাদের গল্প গুলো প্রকাশের জন্য মনোনিত হবে প্রত্যেককে ১০০০ ( এক হাজার টাকা ) নির্ধারিত বিক্যাশ নাম্বারে নাম প্রকাশের এক সপ্তাহের মধ্যে পাঠাতে হবে। বই প্রকাশের পর প্রকাশিত গল্পের মালিকদের প্রত্যেককে এক হাজার টাকা সমমূল্যের বই ডাক যোগে অথবা একুশে বই মেলা স্টল থেকে দেওয়া হবে। প্রত্যেক লেখককে তাদের লেখার সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি , মোবাইল নম্বার ও সংক্ষিপ্ত জীবন বিবরনী পাঠাতে হবে। কারও আপত্তি থকালে ছবি ও মোবাইল নাম্বার প্রকাশের বিষয়টি গোপন রাখা হবে।দ্রুত আপনার সেরা লেখাটি পৌছে দিন। অংশ গ্রহন করুন আমাদের সাথে- নতুন এক পথচলায়।
ফেসবুকে আমদের গ্রুপ- https://www.facebook.com/groups/399066303579402/
ফেসবুকে আমাদের পেজ- https://www.facebook.com/Musalimjahan
বিষয়: সাহিত্য
১২৬৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন