চাইল্ডউড ইজ দ্যা গোল্ডেন পেরিঅড অফ লাইফ....................... :'(

লিখেছেন লিখেছেন পুরাই অদ্ভুত ২৭ আগস্ট, ২০১৪, ১২:৫১:৫৩ দুপুর

আজকে বিকেলে কিছু বাচ্চার এক্টিভিটি দেখে ছোট্টবেলার কিছু কথা মনে পড়ে গেল।

আমি যখন নাকি ক্লাস Nine / Ten এ পড়তাম, তখন স্কুল ফাকি দিয়ে সৈয়দপুর (দেওয়ান বাড়ীতে) অনেক আড্ডা মারতাম। ঐ সময় যে কত দুষ্টুমি করতাম? এখন মনে পড়লে শুধু হাসি।

ঘটনা: ১ ...........

* দেওয়ান বাড়ীর একজন মুরুব্বি ছিলেন। নামটা গোপন করলাম। আল্লাহ তায়ালা তাহাকে বেহেস্ত নসিব করুক। আমরা মেক্সিমাম সময়েই তাহার বাড়ীর জানালার দিকে আড্ডা মারতাম। যখন নাকি কোন ক্রিকেট খেলা লাইভ টেলিকাস্ট করতো, তখন তাহার জানালার গ্রীলের পাশে দাড়িয়ে যে তাকে কি অইত্যাচার করতাম।

যেমন ধরেন.... ক্রিকেট খেলা চলছে, ভারত বনাম পাকিস্তানের মাঝে। যেহেতু উনি বয়স্ক মানুষ ছিলেন,

সেহেতু তিনি নিউজপেপার নিয়েই টিভি দেখতে বসতেন। তখন উনি নিউজপেপার পড়তেন আর মাঝে মাঝে টিভির দিকে তাকিয়ে স্কোরটা দেখতেন। আর হঠাত করেই আমাদের জিজ্ঞাসা করতেন খেলার কি অবস্থা?? আর জবাবে আমরা তাকে বলতাম যে, আশরাফুল সেঞ্চুরি করে ফেলেছে / মোহাম্মদ রফিক ৬ বলে ৬ উইকেই নিয়েছে।............. আর উনি বলতেন তাই নাকি??? বাট একটু পড়ে যখন নাকি ভাবতেন যে, আশরাফুল / রফিক এরা কিভাবে আসলো????

হাহাহাহাহহাহাহাহাহাহাহা

তখন আমাদের দিকে একটু রেগে গিয়ে টিভিটা / জানালা টা অফ করে দিতেন। আর আমরাতো হাসতে হাসতে শেষ। কি যে ছিলাম না???? বড্ড হাসি পায় সেইসব স্মৃতিগুলোর কথা মনে পড়লে।

ঘটনা: ২ ........................

যখন নাকি আমের মৌসুম থাকতো, তখন স্কুল ফাকি দিয়ে বেলবোনে (দেওয়ান বাড়ীতে) এসে আম পাড়তাম ঢিল্লা দিয়ে। স্কুলের অনেক ফ্রেন্ডই থাকতো.....। আর আমি পড়তাম আনোয়ার স্যারের অনিবার্ণ কোচিং সেন্টারে। কোচিং ক্লাস শেষ করেই ঢিল্লাঢিল্লি শুরু করে দিতাম??? আমার যথেষ্ট মনে আছে অণিবার্নে পড়তো... Sayket Hossain , শুভ্র, সুমন ........

আমার সাথে.....

হাহাহাহহাহাহাহাহাহাহাহহা???

কত যে ফাজলামু করতাম................... শুধু যে স্কুল ফ্রেন্ডের

সাথেই করতাম ঠিক তা না???? আমার মহল্লার ফ্রেন্ড সার্কেল তো আছেই........

কাহার উপর ঢিল যেয়ে পড়ে তা দেখার সময় নাই। অনেক বকাবকিও শুনতে হতো তখন। বলতে গেলে আমাদের

নিয়ে অতিষ্ট হয়ে পড়েছিল দেওয়ান বাড়ীর মানুষ।

বি:দ্র: খুব মিস করি রে চাইল্ডউড লাইফ টাকে....................... :'(

বিষয়: বিবিধ

৮৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258808
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনি স্মৃতিময় লেখাটা পড়ে ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File