দাড়ি রাখা নিয়ে ভুলব্যাখ্যা।

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০২ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩২:৩৫ দুপুর

পৃথিবীতে বেশিরভাগ ইসলামী দলই দাড়ি রাখার উপর গুরুত্ব দেয়। বেশি করে গুরুত্ব দেয় আমাদের তাবলীগ ভায়েরা। আহলে হাদীসসহ আরো বেশকিছু দলই দাড়ি গুরুত্ব বেশি, কিন্তু একটি দল (নাম বলছি না) বলে এটা নাকি সুন্নত। সুন্নত বলে এটাকে পালন না করে এড়িয়ে যাওয়ার ব্যার্থ চেষ্টা করে, যা একেবারেই দু:খজনক। আমি কিছুদিন আগে একছোট ভায়ের সাথে আলাপের এক পর্যায়ে দাড়িয়ে নিয়ে কথা হল। তো সে বলল এটা সুন্নত। আসলে সে ছোটভাই আমার সমস্থ প্রশ্নের উত্তর দিল বিকৃতরুপে। আমি বললাম তোমার দলের বড় ভাইদের নিয়ে এসো তাদের সাথে কথা বলব। আরো বললাম কোন দাড়িছাড়া লোকের সাথে কথা বলব না। তখনই ওই ছোট ভাই দাড়ি রাকাকে সুন্নত বলল। হ্যা দাড়ি রাখা কোন কোন আলেম এটাকে ওয়াজিব আবার কোন কোন আলেম এটাকে সুন্নত বলেছেন। ঠিক আছে আপনি যদি সুন্নতেই বলতে চান, তাহলে আপনাকে দেখতে হবে এটা কেমন সুন্নত? এটা এমন এক সুন্নত নবী সা: দাড়ি রেখেছেন এবং রাখতে বলেছেন। সমস্থ সাহাবীরা রেখেছেন, সমস্থ হক্ব পন্থি ওলামারা রেখেছেন। এখন তাহলে এটা কেমন সুন্নত হলো যে সবাই অক্ষরে অক্ষরে পালন করলেন? যদি দাড়ি না রাখলেই হতো তাহলে ইসলাম কেন দাড়ি রাখার প্রতি এতটা জোড় দিয়েছেন? আসলে আমদের বুঝতে হবে ইসলাম আমি নিজে থেকেই মানছি, আমাকে কেউ জোড় করছে না। আছ্ছা আপনি রাখতে পারবেন না ভালো কথা কিন্তু সুন্নত বলে এটাকে না রেখে বিকৃত করছেন, এটা কি ঠিক?

আল্লাহ আমাদের সবাইকে সঠিক দ্বীন বুঝার তাওফীক দান করুন। আমীন।

বিষয়: বিবিধ

১৭১৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352427
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৮
সঠিক ইসলাম লিখেছেন : আপনার ধারনা ভুল। আপনি যাদেরকে ইঙ্গিত করেছেন তারা সুন্নাত বলেন না, তারাও ওয়াজিব বলেন, তবে পরিমাপের ব্যাপারে ইমাম দের মতভেদ আছে। তাই তারা পরিমাপ নিয়ে বাড়াবাড়ি করেন না, আর আমাদের দেওবন্দী ভাইদের এগুলো নিয়ে বাড়াবাড়ির ফলেই আজ মুসলিম বিশ্ব বারবার দুর্নিতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, কারন আলেমগণ আছেন দাড়ি-টুপি-জুব্বা নিয়ে, দাড়ি-টুপির গুরুত্বের চাইতে হক্কুল ইবাদ এর মর্যাদা রক্ষা করার গুরুত্ব কোটিগুন বেশী, কিন্তু আলেমগণ এ ব্যাপারে গাফেল, তাই জনগণও দাড়ি-টুপি রেখেই দেদার্সে দুর্নিতি করে করে যাচ্ছে প্রশাসনের সকল সেক্টরে।
০২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২৭
292609
আহমেদ বশির লিখেছেন : ভাই আপনার কথাই বেশী গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। যারা পালনকর্তার অনুগত ও নবী প্রেমিক তারা কোরানের আদেশ-নিষেধ মেনে চলতে জরপ্রচেস্টা চালাবে এবং নবীর জীবনাচরণ আঁকড়ে ধরার চেষ্টা করবে বা করতে থাকবে। এতাই নিয়ম, এর বাইরে কিছু নেই। ঐসব দলমতের আলাদা-আলাদা কথার কোন মূল্য নেই।
০২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৭
292610
জেদ্দাবাসী লিখেছেন : সঠিক বলেছেন। আপনার মন্তব্যর সাথে একমত।
জাযাকাল্লাহ খায়ের।

"দাড়ি-টুপির গুরুত্বের চাইতে হক্কুল ইবাদ এর মর্যাদা রক্ষা করার গুরুত্ব কোটিগুন বেশী"Good Luck
০২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
292615
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : দেওবন্দী ও আহলে হক্ব আরেমদের প্রতি আপনার চুলকানি একটু বেশি ।কারন আপমি মউদুদী মতাদর্শের একজন দায়ি।যে নিজে মনগড়া দীন আবিস্কার করে গেছেন আপনাদের মত জামাতিদের জন্য।
তবে আপনার মনগড়া অপব্যাখা মূলক লেখা-লেখি দেখে মনে হয় যদি মউদুদী বেচে থাকতো তাহলে আপনাকে ওস্তাদ মানতো Rolling on the Floor
০২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
292619
ইসলামী দুনিয়া লিখেছেন : আসলে ভাই, আমরা সবসময় ভুল বুঝি। হাক্কুল ইবাদতের গুরুত্ব অনেক বেশি এটা সব মুসলিমকে মানতে হবে, কিন্তু দাড়িকে কেন অবজ্ঞা? হাক্কুল ইবাদ করলেই কি দাড়ি কাটা যাবে? ইসলাম হচ্ছে পূর্ণং্গ জীবন ব্যবস্থা তাহলে দাড়িটা ছাড়া পড়বে কেন?
352433
০২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:১৪
নাবীল লিখেছেন : দাড়ী রেখে নাস্তিকদের তাবেদারী ও সুন্নত।যেমন আমাদের দাওয়াতী তাবলীগি ভাইরা।আমাদের পাশে এক এলাকায় উনি তাবলিগের ও আমীর আওয়ামী লীগের ও আমীর।
এই ধরনের ইসলামের দাওয়াতী দল না থাকাই ভাল।সরকারের ভিবিন্ন পর্যায়ে থেকেঘুষ খেয়ে তবলীগে সময় লাগানোতে উপকার বরং কমই হয়েছে।
০২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
292616
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : যাদের মন-মস্তিস্কে মউদুদীর ভ্রান্ত আক্বিদা শিকড় বসে গেছে হয়তো তাদের কথা বার্তা এমনই হয়।আপনি দাড়ি ওয়ালা নাস্কিকদের দালল হিসাবে দেখেছেন কেন? ভাল মানুষদেরকে দেখেন না।
নাকি দাড়ির প্রতি অতিবিদ্বেষ আপনাদেরকে এই সকল বাজে মন্তব্য করতে সাহস যোগায়।
০২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
292624
ইসলামী দুনিয়া লিখেছেন : নাবীল ভাই, কেউ দাড়ি রেখে যদি ত্বগুত মুরতাদ ও নাস্তিকদের তাবেদারী করে সেটা হবে অন্যায়, তাই বলে দাড়ি রাখবেন না এটা তো হয় না। তারা খারাপ আপনি ভাল প্রমান করে দিন।
০২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
292625
ইসলামী দুনিয়া লিখেছেন : নাবীল ভাই, কেউ দাড়ি রেখে যদি ত্বগুত মুরতাদ ও নাস্তিকদের তাবেদারী করে সেটা হবে অন্যায়, তাই বলে দাড়ি রাখবেন না এটা তো হয় না। তারা খারাপ আপনি ভাল প্রমান করে দিন।
352442
০২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : এভাবেই হক্ব বলে যান ,যদি মউদুদী পুজারিদের কলিজা আগুন লেগে যায়।
জাযাকাল্লাহ।
০২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
292626
ইসলামী দুনিয়া লিখেছেন : না ভাই, কাউকে কষ্ট দেয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই সবাই সত্যিকার ইসলামের সাথে স্ংিগ হয়ে যাক।
০২ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৮
292643
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : মউদুদী পুজারী !! -------- মানুষকে পূজা করলে তো কাফেরই হয়। যদি কাফের হয় তো বেচে গেলেন আর যদি না হয় তবে যে কি হবে----------------? আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে । ভুল বুঝাবুঝি দূর করে মুসলিম দের মধ্যে ঐক্য এনে দিন
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:১৪
292661
কাহাফ লিখেছেন :
প্রকৃত মুমিনের মত হল না আপনার মন্তব্যের ভাষা মুহতারাম!
'অহংকার-এর আভাস ভেসে আসছে আপনার থেকে শ্রদ্ধেয় দ্বীনী ভাই!'
352476
০২ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৬
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : মনযোগটা যদি একবার দাড়ি আর টুপি আর সেই সাথে দাড়ির দৈর্ঘ্য--------- এই খানে এনে আটকে দিতে পারেন ----ব্যাস ! আর কোন দিকে যাবে না এই গাড়ি----------------
'বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে
বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কুরান-হাদিস চষে ৷


০৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:০৫
292677
ইসলামী দুনিয়া লিখেছেন : বিশ্বের সাথে তাল মিলাতে গিয়ে দাড়ি কেটে ফেলবেন তা তো হয় না। দাড়ি রেখে কি প্রযুক্তির সাথে বিশ্ব চষে বেড়ানো যাবে না? এটা কি দাড়ি না রাখার অজুহাত নয়?
352601
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৫
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : দাড়ি রাখবেন না কেন ? দাড়ি তো রাখবেনই ---- কিন্তু ইতিহাস ঘেটে দেখুন---- দাড়ি রাখা সুন্নত না ফরজ না ওয়াজিব আবার তাও কতটুকু দৈর্ঘ্যের রাখতে হবে এই নিয়ে যে পরিমাণ বাহাস ঝগড়া দলাদলি হয়েছে তার অর্ধেক সময়ও যদি দ্বীনকে প্রচার ও প্রসারের কাজে লাগানো হতো অথবা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা হতো তাইলে কতই না ভাল হতো -------------
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৬
293682
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : এটাও দ্বীনের অংশ
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫২
293691
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : হুম । দ্বীনের অংশ । তাই দাড়ি এক হাত না এক মুষ্টি সেই বিতর্ক করা ফরজ করে নিয়েছি আর ওদিকে আম বাম রাম হনুমানেরা দ্বীনকে আইন করে যাদুঘরে পাঠাচ্ছে। আর আমরা যুক্তি দিচ্ছিঃ আগে এই ফায়সালা করতে হবে তারপর কাফেরদের দেখে নিব---------------- যুক্তি কি দারুন !
352691
০৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৭
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : যারা চার ইমামদের এখতেলাফের কথা বলেন আসলে তা ঠিক নয় দাঁডি যে সুন্নত এই ব্যাপারে সকল ঈমাম একমত তবে কারো মতে ওয়াজিব ও বটে , তাও একমুষ্ঠির ভিতরে না কাটার কথাই বলা হয়েছে
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:১১
292826
ইসলামী দুনিয়া লিখেছেন : দাড়ি কাটার কোন দলিল আমি পাইনি। আপনি পেয়ে থাকলে দেয়ার অনুরোধ থাকল।
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৫
293681
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাঃ হজের মৌসুমে এক মুষ্ঠির পরের দাঁড়ি কেটেছেন বলে প্রমানীত , এটাকে দলীল হিসাবে নিয়েছেন সকল ফকহীগন
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১১
293724
ইসলামী দুনিয়া লিখেছেন : সকল ফকীহগণ নেন নি বরং কিছু নিয়েছেন। এটা দলিল না এটা যদি দলিল হয় তাহলে পরবর্তীতে সাহাবীরা ব্যাক্তিগত অনেক খারাপ আমল করেছেন, তাহলে সেগুলোও মুসলিমরা করতে পারবে?
২৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২৭
294876
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : সকল ছাহাবী ওদূল, উক্ত হাদিসটি সহি , উক্ত হাদিসের উপর কোন মতানৈক্য করা হয়নি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File