মূর্খদের মত একটি "দাবী"
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১৪ জুলাই, ২০১৫, ০৪:৫৮:৪৯ বিকাল
সম্প্রতি রাজন নামক একটি বালককে পিটিয়ে হত্যার ঘটনা জোরে সোরে আলোচিত সব স্থানে। যেখানে যাই সেখানেই রাজন হত্যার সমালোচনা দেখতে পাই। আমি অবশ্য এমনটি দেখতে দখেতে বেশ অভ্যস্ত হয়ে গেছি। যেমনটি দেখেছিলাম, বিশ্বজিৎ হত্যার সময়, দেখেছি রানা প্লাজার ঘটনার সময়, লতিফ সিদ্দিকির কটুক্তির সময়, আরো হাজারো ঘটনা, যা দেখতেই আছি, আরো কত দেখতে হবে জানি না। শোনা যাচ্ছে এর মূল আসামী পালিয়ে যা্ওয়ার সময় পুলিশকে ১২ লক্ষ টাকা ঘুস দিয়ে দেশ ত্যাগ করে। শেষ পর্যন্ত সেখানে ধরা পেড়েছে। আসামীকে দেশে নিয়ে আসার তদবির চলছে,
আমি মনে করি দেশে আসা মানেই আসামী ছাড়া পেয়ে যা্ওয়া, তাই তাকে হত্যার বদল হত্যা করা হোক সৌদিতেই। যাতে দেশে এসে লতিফ সিদ্দিকির মত না হয়, অথবা বিশ্বজিৎ, রানা প্লাজার মালিক, আর অন্য খুনিদের মত না হোক, আর এটাও না হোক শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃত সাতখুন মাফ।
কি কথাগুলো খুব খারাপ হয়ে গেল? খারাপ কেন লাগবে বলুন? অবাস্তব কথা বলেছি? এমনটা হয়নি? হচ্ছে, অনেক হচ্ছে। যদিও বিদেশের অপরাধীর শাস্তি কেউ নিজ দেশে দিতে পারে না, তারপরও মনে হচ্ছে এটা অন্তত সৌদি আরবের কথা দরকার। যদিও দাবীটা মূর্খদের মত, তারপরও বিবেচনা করা উচিত।
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন