তারাবীহ নিয়ে তর্ক করতে চান।

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১৬ জুন, ২০১৫, ০৫:৪২:০৭ বিকাল

আসসালামু আলায়কুম, আশা করি সাবাই ভালো আছেন।

আমাদের মুসলিম সমাজে ছোট একটি বিষয় নিয়ে বাড়াবাড়ি মারামারি প্রভাব বিস্তার আরো অনেক কিছু করে মনে হয় মজা পায়। বিশেষ করে কোরআন হাদীসগত কোন বিষয় নিয়ে কেউ দ্বিমত পোষন করলেই শুরু হয়ে যায়। যেমন আমাদের গ্রামের ইমাম গত শুক্রবার তারাবীহ নিয়ে কথা বলতে গিয়ে বললেন, তারাবীহ নামাজ হচ্ছে ২০ রাকায়াত। ২০ রাকায়াতই পড়তে হবে (কথাগুলো ডিজাইন করে)। ৮ রাকাআতের দলিল কেউ দেখাতে পারবে না। এভাবে কিছু হুংকার ছাড়লেন, কোন দলিল ছাড়ায়। আমি অবশ্য দলিল চাওয়ার ইচ্ছা পোষন করলাম, কিন্তু পরক্ষনে ভাবলাম না প্রোয়জন নয়।

এভাবে অপর পক্ষকে নিজের বাড়ীতে বসে হেয় করার কোন প্রয়োজন হয়? বরং সে ইমাম এভাবে কথা না বলে, বলতে পারত এই যে অমুক অমুক সহীহ হাদীসে নবী সা: থেকে পাওযা যাচ্ছে নবী সা: ২০ রাকাত পড়েছেন। তাহলেই তো হযে যেত। অন্তত নিজের পক্ষের লোকগুলো কিছুটা স্বস্তি পেত। নিজের কোন দলিলের খবর নাই, পরের দলিল দেখে বেড়াচ্ছে এই তো হচ্ছে আমাদের বেশিভাগ লোকের স্বভাব।

তাই আমরা যে যেটাই করি অন্ধ অনুসরণ না করে দেখে শুনে আমল করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সবাইকে রোজার শুভেচ্ছা।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326567
১৮ জুন ২০১৫ সকাল ১১:৩৮
মুহাম্মদ_২ লিখেছেন : না।
১৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
269068
ইসলামী দুনিয়া লিখেছেন : ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে সবাইকে ছোটখাট ভুলক্রটি ভুলে এক হওয়া তাওফীক দান করুন। আমীণ।
326568
১৮ জুন ২০১৫ সকাল ১১:৩৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File