ধর্ষন কেন হচ্ছে?

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ২৫ মে, ২০১৫, ০৯:১০:১৮ রাত

আপনি যদি আপনার আশেপাশে মেয়েদের দেখেন, তাহলে বুঝবেন যে কেন তারা ধর্ষিত হচ্ছে। ধর্ষন হওয়ার প্রধান কারন মনে হচ্ছে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা। মেয়ারা একটু বোকা+লোভী (আমার মনে হয়, তবে কেউ মাইন করবেন না)। কোনমতে একটা ফোন কিনেছে, কারণ দাম মাত্র ৩০০ টাকা। আর ১০ টাকা রিচার্জ করলেই হয়, খরচ করা লাগে না শুধু মিসড কল। তাই তো নাকি? আর ছেলেরা তো বাপের বেটা। টাকা চুরি করে অথবা কামাই করে মেয়ের পিছনে টাকা খরচ করে, এই লোভে যে, মেয়েটাকে লোভ দেখিয়ে একবার পার্কে অথবা অন্য কোন প্লেসে নিয়ে আসতে পারি, তারপর টাকা অসুল করব। এভাবেই ধর্ষন হয় মেয়েরা, তারপর মেয়ে/মেয়ের বাবা মা/আত্মীয় স্বজন চিল্লাফাল্লা করে আমার মেয়ে ধর্ষন হয়েছে। ছিঃ এসব বাবা মায়েদের লজ্জা বলতে কিছু আছে কিনা? যে বলে আমার মেয়ে ধর্ষিত হেয়েছে, ছিঃ। আবার অনেকেই মান ইজ্জতের ভয়ে বিষয়টি গোপন করছে। যা আগেই সচেতন হ্ওয়া উচিত ছিল।

আমি গত শুক্রবার ঢাকা চিড়িয়াখানা গিয়েছিলাম, জুমআর নামাজের আগেই। তো বিষয়টা যা দেখলাম, তা আপনারা হয়তো আগেই দেখেছেন। ছেলেমেয়েদের কি অবাধ মেলামেশা। কেউ হয়ত বলে থাকবেন যে তারা স্বামী-স্ত্র। না তারা স্বামী স্ত্রী না কারণ স্বামী-স্ত্রীরা এভাবে মেলামেশা করার প্রয়োজন পড়ে না। এভাবে যারা পার্কে অথাবা চিড়িয়াখানায় চোরের মত মেলামেশা (অবাধ বিচরন) করে তারা তো চোর। ছেলে মেয়ে দুজনেই সবার সামনে হাত ধরে চলাফেলা গায়ের সাথে গা মিশিয়ে হাটা/বসা। আরো কিছু দৃশ্য যা বলার না। সবাই তাদের দেখছে, হয়তবা অনেকেই না দেখার ভান করছে। কিন্তু তারা অভয়, কারণ কি জানেন তারা গেছে বহুদুর থেকে লেখাপড়া করতে অথবা চাকুরী করতে। বাড়ীর কেউ তাদের দেখছে না, যে তারা ঢাকায় কি করছে। আর বাড়ীর লোকজন মনে করে তার আদরের কন্যাটি ভালোয় আছে। সে কিভাবে ভালো থাকতে পারে, যেখানে তার বয়স ১৫ পার হয়ে গিয়েছে, তার অনকে চাওয়া পা্ওয়া আছে, উচিত ছিল তাকে বিয়ে দেওয়া। কিন্তু না তা করেননি। আজ সে সব পেযেছে, চাকুরী, সম্মান,গাড়ী,বাড়ী, অনেক কিছু। কিন্তু কি হারিয়েছে জানেন?হারিয়েছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ " সতীত্ব" হ্যা এটাই। তাই জেগে উঠুন।

বিষয়: বিবিধ

১৯৩২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322527
২৬ মে ২০১৫ রাত ১২:০৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার কাছে মনে হচ্ছে হটাৎ করেই লেখাটি লেখা হয়েছে। জাস্ট নিজের মনের ক্ষোভ হটাৎ করেই ব্লগে প্রকাশ। অনেকটা ফেসবুক টাইপ পোস্ট। যুক্তিগুলো যথার্থতা আরো সুন্দরভাবে নিরুপণ করা যেত। ২য় প্যারার কথাগুলো সঠিক। ঢাকার স্হানীয় মেয়েরা অভিভাবকের নিয়ন্ত্রণে থাকেন তাই অনেকাংশেই তারা শৃংক্ষলা ভাংতে পারেননা কিন্তু ঢাকার পার্ক-রাস্তাঘাট, রেষ্টুরেন্ট ইত্যাদি জায়গায় যেসব ছেলেমেয়েদের এমনসব অশ্লীলতায় মত্ত দেখা যায়, তাদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসা। লেখাপড়া, চাকরি ইত্যাদির জন্যই তারা ঢাকা আসে। যঝেতু অভিভাবকের নজরদারি নেই তাই তারা যা খুশি তাই করে বেড়ায়। রাত ৮-৯ টা পর্যন্ত একটা মেয়ে পার্কে বা শপিং মলে, এটা করার সাহস ঢাকার স্হানীয় মেয়েদের এতটা হয়না। তবে গুলশান-বণাণীর মত কিছু এলাকা কিছুটা ব্যতিক্রম।
২৬ মে ২০১৫ সকাল ০৫:৪১
263681

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : পাক কোরাণের আলোকে ভালই বলেছেন ভাই। আমাদের মুমিন পুরুষের খাসলত হয়েছে ঠিক নবী মোহাম্মদের মত। মাইয়্যা মানুষ দেখলে বিচি মাথায় উঠে যায়।
২৬ মে ২০১৫ সকাল ০৯:৪৬
263722
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ছাগলের ৩নাম্বার বাচ্চা। এখানে কোন কোরানের আয়াত বলা হয়েছে?? সামাজিক বা জাতীয় মূল্যবোধ, ঐতিহ্য ইত্যাদি বোঝেন? চোর তো সবাইকেই চোর ভাববে এটাই স্বাভাবিক তাই নিজের মুখেই নিজের চরিত্র ও চিন্তাভাবনার কি সুন্দর স্বীকারক্তিই প্রকাশ করে দিলেন। ভদ্রভাবে আপনাদের সাথে কথ বলি এটাই বেশি।
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
263871
ইসলামী দুনিয়া লিখেছেন : ঠিক ধরেছেন। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আরো বেশি ধন্যবাদ যে, আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়েছেন। ভালো থাকুন।
২৮ মে ২০১৫ রাত ১১:৫৩
264436

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : পেয়ারে মোহাম্মদের বদ খসলত বুঝেন? গন্ডায় গন্ডায় বিয়ে,শাদি, মুতা, দাসী, নিকাহ, হিল্লা, সহবত, ধর্ষন এগুলোই মোহাম্মদী তরিকা।
322567
২৬ মে ২০১৫ সকাল ০৫:৪১

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : পাক কোরাণের আলোকে ভালই বলেছেন ভাই। আমাদের মুমিন পুরুষের খাসলত হয়েছে ঠিক নবী মোহাম্মদের মত। মাইয়্যা দেখলই বিচি মাথায় উঠে যায়।
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
263873
ইসলামী দুনিয়া লিখেছেন : তোমার পরিণতিটা ভেবে দেখ।
২৮ মে ২০১৫ রাত ১১:৪৮
264433

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : আমার পরিনিতী আবার কি? আমার মাঝে মোহাম্মদের বদ খসলত নেই মোটেও। আমি গন্ডায় গন্ডায় বিয়ে,শাদি, মুতা, নিকাহ, হিল্লা করি না।
322637
২৬ মে ২০১৫ দুপুর ০৩:২২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File