ও বোন, তোমার সাথে মাগনা প্রেম করার জন্য অনেকেই ধরনা দেয়, কিন্তু বিয়ের জন্য কয়জন?
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৭ মার্চ, ২০১৫, ০৭:৪৫:১৮ সন্ধ্যা
আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর লেখার সুযোগ হল। এমন একটা বিষয় নিয়ে লেখছি যা আমাকে সবসময় পীড়া দেয়। রাস্তাঘাটে চলতে গিয়ে অনায়াসেই চোখে পড়ে সেসব বিষয়, যা অত্যন্ত কষ্টকর। এই কষ্টকর মন নিয়ে লেখছি। আজ প্রায় প্রতিটা বোনকে দেখছি, মোবাইল হাতে নিয়ে কথা, কার সাথে এত কথা? মার্কেটে গেলে, পিলারের আড়ালে চুপি চুপি কথা, পড়তে বসলে কথা, সবসময় মোবাইল ফোনে কথা আর কথা। আমি জানি বোন এ কথা কার সাথে? আমি জানি কে এত ঘন্টার পর ঘন্টা তোমার সাথে কথা বলে। এবং তারা কোন উদ্দ্যেশ্যে তোমার সাথে কথা বলে তাও জানি। কিন্তু তুমি জান না। জান না বলেই তোমাকে ব্লাক মেইল করে। তোমার ইজ্জত নষ্ট হয়, অথবা এসিড অথবা আত্মহত্যা করতে হয়ে তোমাকে। তোমার এ ঘটনা যখন পত্রিকায় পড়ি খুব খারাপ লাগে। তুমি তো মরে গেলে, কিন্তু কষ্ট দিয়ে গেলে আমাদের মত হতভাগা কিছু ভায়ের।
হে বোন ফোনের অপর পাশ থেকে তোমাকে বলে, তোমাকে ছাড়া সে বাচবে না তোমাকে তার চায়ই। তুমিই তার জীবন, তুমিই তার মরণ।এসব কথা বলে সে তোমাকে কেন বার বার দেখা করার প্রস্তাব দেয় কোন এক পার্কে? তোমাকে যদি সে কাছে পাওয়ার এতটাই প্রোয়জন মনে করে তাহলে বিয়ে করে সারাটা জীবন পাশে পাওয়ার গ্যারান্টি করতে পারে। ফোনের অপর পাশের ছেলেটি যদি তোমাকে এতটা ভালোবাসে তাহলে বাবাকে বিয়ের প্রস্তাব দিতে বল। তাহলে সে উল্টাপাল্টা শুরু করবে।
ফিরে আস বোন। হয়ত তোমার মা-বাবা জানে না তুমি এতটা বেপড়োয়া। তোমাকে ওরা এখনো ছোট খুকি মনে করে। তোমাকে ভালোবাসে বলেই তোমার সাথে কথা বলার জন্য ফোন কিনে দিয়েছে। কিন্তু তুমি--------।
আবারো বলছি ধ্বংসের দ্বার প্রান্তথেকে ফিরে আস।
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর মেয়েরা ও তাই .......
মন্তব্য করতে লগইন করুন