এত বড় অপমান তুমি সইবে ক্যামনে?

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০১ জানুয়ারি, ২০১৫, ১০:১৩:৫৭ সকাল

কিছু মুরতাদ এই ব্লগটিতে বার বার নিক পরিবর্তন করে ইসলামকে ও ইসলামের বিধিবিধানকে অশ্লীলভাবে গালাগালি করতেই আছে। এটা এমন এক অশ্লীলতা যা পূর্বের সমস্ত অশ্লীলতাকে ম্লান করে দিয়েছে, এমনকি মুরতাদ রাজীব হায়দার এর লেখাকে্ও ছাড়িয়ে গেছে। এদের ইসলামকে গালাগালিই করাই কাজ, সাইবার জগতে তারা এই কাজটিই করে, এগুলো করে দুর থেকে তামাশা দেখে। এদের প্রধান পৃষ্টপোষক হচ্ছে বর্তমান সরকার। সঠিক শাস্তি না দেওয়ার কারণে এরা বেশি উত্পাত করতেছে। এই মুরতাদটা অনেক পোষ্ট দিযেছে তার মধ্যে একটি অতি সম্প্রতি-



এই পোষ্টটিকে মুছে মুরতাদটাকে ব্যান করার আবেদন করেছিলাম এই পোষ্টিতে-



এবং মুরতাদটা একটা কমেন্টের জবাব দেয় এভাবে-





শেষ হাসিনাকে নিয়ে কিছু বললে এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় আর নবী সা: কে এভাবে কটুক্তি করল্ওে কিছু হচ্চে না, তাহলে কি হচ্ছে এসব। আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে এসবকিছুকে ঠেকানো, তাই বিশেষকরে রায়হান রহমান নামে কুলাঙ্গারটির পরিচয় প্রকাশ করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298508
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:১৬
হতভাগা লিখেছেন : এরা মডুই ।

আর এই ব্লগটাকে তারা অশ্লীলতার দুনিয়া বানিয়ে ছেড়েছে
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৪
241653
ইসলামী দুনিয়া লিখেছেন : ব্লগটা তাদের হতে পারে তাই বলে নবী সা: কে এভাবে কটুক্তি করতে পারে না।
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৩
241657
হতভাগা লিখেছেন : করতে পারে না কি বলছেন ? অলরেডি করে ফেলেছে এবং করেই চলেছে । থামারও কোন লক্ষণ নেই।

ব্লগটাকে গরম রাখতে এরা সংখ্যাগরিষ্টের ধর্ম বিশ্বাসের উপর নগ্ন আগ্রাসন করে ।

ক্যাচাল বাঁধলে নাকি ব্লগ কি সব রেটিং আছে সেখানে শীর্ষে উঠে যায় ।

আর এখনকার দুনিয়ায় ইসলামকে পঁচালে মুক্তমনের , আধুনিক হিসেবে পরিচিত পাওয়া যায়।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৭
241692
সুন্দর আগামী লিখেছেন : #এরা মডুই । হয়ত বা।Worried
298518
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৭
কাহাফ লিখেছেন :

এই সব জারজ নাস্তিকদের কারণেই মানুষ জংগি হতে বাধ্য হয়!!
298521
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০০
আল সাঈদ লিখেছেন : সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও পূর্ণ বিশ্বাস বাদ দিয়ে দেওয়া হল কিছুই হলনা ১৬ কোটি মানুষের দেশে যারা দাবি করে মুসলমান। আর চুনিপুটিরা ব্লগে কি লেখলো না লেখলো তা নিয়ে এত মাথা খারাপ করার কিছু নাই। চাই পরিবর্তন
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৭
241668
ইসলামী দুনিয়া লিখেছেন : মুসলিমরা কোরআন ছাড়া অন্য কিছুকে সংবিধান মানে না। যে সংবিধানে মদকে বৈধ্য করা হয়েছে, যে সংবিধানে পতিতাতে হালাল করা হয়েছে, যে সংবিধানে , সুদ কে হালাল করা হয়েছে, সে সংবিধানে আল্লাহর উপর আস্থাটা কি জরুরী?
জরুরী তো বটেই না বরং সে সংবিধানে আল্লাহর নাম রাখা আল্লাহর বড়ত্বের অমর্যদা। ধন্যবাদ।
298571
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২১
আল সাঈদ লিখেছেন : তবে এটাতো করতে পারি যে সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না। তবে তো আল্লাহর বড়ত্ব প্রকাশ পাবে। চাই পরিবর্তন
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪১
241731
ইসলামী দুনিয়া লিখেছেন : কী পরিবর্তন চান? একটা জিনিস জেনে রাখেন কয়লা ধুলে কখনো ময়লা যায় না। ত্বগুত তো ত্বগুতই। তাই ত্বগুতের আন্ডারে কোন পরিবর্তন আশা করতে পারবেন না। কেন পরিবর্তন তো অনেক হয়েছে। বঙ্গবন্ধু এসেছে, জিয়ার এসেছে, এরশাদ এসেছে, হাসিনা আসছে যাচেছ, খালেদা যাচ্ছে আসছে। প্রতি পাঁচ বছর পর পর পরিবর্তন হচ্ছে। আসল পরিবর্তন চান। ধন্যবাদ।
298587
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৫
ঈগল লিখেছেন : শয়তানের ঐ পোস্টটি এখনও বহাল তবিয়তেই আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File