আপনার স্ত্রী-কন্যাদের কেউ দেখুক, আপনি কি তা চান?
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১৩ ডিসেম্বর, ২০১৪, ১০:১৩:২৩ সকাল
রাসুল সা: একদিন ফজরের নামাজের পর, সাহাবীদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন। অত:পর তিনি সা: বললেন, আমি আজকে রাতে জান্নাত ভ্রমন করেছি। অনেক কিছুই দেখলাম, তো যখন জান্নাতে ঢুকলাম তখন দেখলাম মনমুগ্ধকর একটি প্রসাদ। তা দেখেই আমি সেটির দিকে এগিয়ে গেলাম, এ মনে করে যে কি আছে এ প্রসাদে? আমার সাথে জিবরীল আ: ছিলেন। কাছে যেতেই প্রসাদের নিচে একটি চোখ ঝলসানো সুন্দর একটি বালিকা দেখলাম। তাকে দেখেই আমি জিবরীল আ: কে জিজ্ঞেস করলাম, এটি কার বাড়ি? জিবরীল আ: উত্তর দিলেন, এটি আপনার সাহাবী উমর রা: এর জন্য। উত্তর শুনেই আমি দ্রুত সে স্থান ত্যাগ করলাম। এই ভয়ে যে উমর রা: যদি জানতে পারে জান্নাতে আমি তার জন্য বরাদ্দ একটি বালিকা দেখে ফেলেছি, তাহলে উমর এর মনে কষ্ট হবে।
রাসুল সা: উমর রা: দিকে তাকিয়ে বললেন, উমর তুমি তো এমন মানুষ যে তোমার ভিতরে যথেষ্ট "গায়রাত" আছে। এজন্য আমি দ্রুত সেখান থেকে সরে গেছি। এরকম গায়রত আমারে সভার মধ্যে থাকা উচিত।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন