সাহায্য চাই সন্তানের নাম নিয়ে

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৭ নভেম্বর, ২০১৪, ০৭:১২:৪৬ সন্ধ্যা

আলহামদু লিল্লাহ, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছে আজ ১৪ দিন হল। আকিকা দিয়ে সন্তানের নাম রেখেছি "ফারিহা বিনতে খুলুদ" কারণ আমার স্ত্রীর নাম "খালেদা"। নামটা কি ঠিক হয়েছে? ইসলামী ভাইবোনদের কাছে জানতে চাচ্ছি। কারো জানা থাকলে আশা করি জানাবেন, তাহলে অনকে উপকৃত হব।

বিষয়: বিবিধ

১৬৬৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282056
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
225570
ইসলামী দুনিয়া লিখেছেন : ধন্যবাদ। নাম সর্ম্পকে জানা থাকলে কিছু বলুন ভাই।
282059
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মাশাআল্লাহ সুন্দর নাম Rose Rose
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪০
225681
ইসলামী দুনিয়া লিখেছেন : আপনাকে্ও ধন্যবাদ।
282061
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : যে নামটা রেখেছেন সেটাও অনেক সুন্দর তবে আরেকটা নামও রাখতে পারেন সেটা হলো আফরা সাইওয়ারা (এটা আমার অনেক প্রিয় নাম)
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪১
225682
ইসলামী দুনিয়া লিখেছেন : আবারো ধন্যবাদ।
282067
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
পুস্পিতা লিখেছেন : ফারিহা নামটি সুন্দর। দোয়া থাকলো আপনার মেয়ের জন্য।
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪১
225683
ইসলামী দুনিয়া লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমীন।
282079
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৭
মামুন লিখেছেন : আলহামদুলিল্লাহ!
আপনার মেয়ের জন্য দোয়া রইলো। Good Luck
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪২
225684
ইসলামী দুনিয়া লিখেছেন : ধন্যবাদ।
282081
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
যুমার৫৩ লিখেছেন : আরবিতে শব্দটি বিনতে নয়, বরং বিনতু । তবে যদি শেষের স্বরধ্বনিটি উচ্চারণ না করা হয় তাহলে বিন্‌ত্‌ । আর আমি যতদূর জানি বিনতু এর পর বাবার নাম যোগ করা হয়।
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৩
225686
ইসলামী দুনিয়া লিখেছেন : একটু সিউর হযে জানালে উপকৃত হব। ভুল নাম রাখা ঠিক না, তবে আসল নাম হচ্ছে 'ফারিহা' বাবা/মার যার নাম লাগানো সঠিক সেটাই লাগাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।
282103
০৭ নভেম্বর ২০১৪ রাত ১০:১১
আফরা লিখেছেন : মাশাআল্লাহ ! সুন্দর নাম Rose Rose
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৪
225687
ইসলামী দুনিয়া লিখেছেন : আপনার নামে নাম কিন্তু একজন পছন্দ করেছে। ভালো থাকুন।
282159
০৮ নভেম্বর ২০১৪ রাত ০১:০০
বড়মামা লিখেছেন : আমার ছোট মেয়ের নাম ফারিয়া বড় বোনের নামের সাথে মিলাই রেখেছি মারিয়ার বোন ফারিয়া।শুনতে খারাপ না ।মক্কাতে তার জন্ম ।কিন্তু যখন সৌদি মন্ত্রনালয়ে গেলাম তারা বলতেছে এটা কি রকম নাম ।তারা ফাদিয়া লিখে দিয়াছে।ফারিয়া নামটি কোন ভাষার এবং এর অর্থ কি তাও যানিনা।ছাদিয়া,ইছরা,ছুমাইয়া নাম ভালো নামকে কখনো পুরান বলবেন না ।নামের সাথে শুধু বাপের নাম লিখার সময় থাকবে এটাই নিয়ম।মুসলিম নাম রাখলে ভালো ।
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৬
225688
ইসলামী দুনিয়া লিখেছেন : ফারিহা নামের অর্থ 'সুখি'। আল্লাহ আপনার ফারিহা/মারিয়া এবং আমার ফারিহাকে আয়েশা,খাদিজা,ফাতিমা রাঃ এর মত কবুল করে নিক। আমীন।
282203
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৫:১০
কাহাফ লিখেছেন :
আক্বিকা দিয়েছেন আলহামদুলিল্লাহ!
'ফারিহা বিনতে খুলুদ' সমীচিন হয় নি! মায়ের নাম যেহেতু খালেদা তো খুলুদ কোথা হতে আসল?'ফারিহা বিনতে খালেদা'ই রাখতে হবে!
১০
282223
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৬
ইসলামী দুনিয়া লিখেছেন : আমি এ নিয়ে সন্দেহের মধ্যে আছি। অনেকেই বলেন বাবার নাম রাখতে হবে। তবে আসল নাম ফারিহা ই থাকবে তবে বাবার/মায়ের কার নামের সাথে মিলানো যায়? সেটাই ভাবছি। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
১১
282241
০৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৩
অনেক পথ বাকি লিখেছেন : মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকআল্লাহ Rose Rose
১২
294524
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩০
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহ তাকে বাবা মায়ের চক্ষুশীতলকারী বানিয়ে দিন। নামটি সুন্দর হয়েছে।

তবে ফারিহা বিনতে (বাবার নাম) হলে ভাল হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File