আসুন আমরা ভেদাভেদ ভুলে এক কাতারে দাড়ায়

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১৭ অক্টোবর, ২০১৪, ১১:২৮:১৮ সকাল

কেউ হানাফি, কেউ মালিকি, হাম্বলি, মোহাম্মদি, আহলে হাদীস। আজ থেকে সব ভেদাভেদ চিরতরে ভুলে যাই। অমিলগুলো রেখে দেই, যেগুলোতে মিল আছে সেগুলো মেনে নিই, এক অপরে মাঝে দুরত্ব সুষ্টি না করি। অমিলগুলো পরে আলোচনা করে সিদ্ধান্ত নিব। যদি আমার ভুল থাকে শুধরে নিব। কারণ আমি মানুষ ভুল হতেই পারে, তাই বলে নিজের ভুল স্বীকার না করে নিজেকে বড় মনে করে তর্ক সুষ্টি করব তা ঠিক না। যেগুলো মিল আছে সেগুলোর একটা তালিকা-

১। পাঁচ ওয়াক্ত সলাত জামাতের সাথে আদায় করব।

২। দাড়ি ছেড়ে দিব। গোফ ছোট করবো।

৩। সুদ,ঘুস,হালাল হারাম বেছে চলব।

৪। বিয়ে করলে যৈাতুককে না করে দ্বীনদার স্ত্রীকে অগ্রাধিকার দিব।

৫। যথা সম্ভব সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিশেধ করব।

৬। মা বাবার খেদমতসহ পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব।

৭। যে দলের হোক মুসলিম ভায়ের সাহায্যে এগিয়ে যাব।

৮। অন্য কোন পরিচয় না দিযে মুসলিম পরিচয়ে এক কাতারে দড়াবো।

আর অন্য যেগুলো বিষয় অমিল আছে। সেগুলো নিয়ে পরে আন্তরিকতার সাথে ভুল শুদ্ধানোর জন্য আলোচনা করব।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করুন। আমীন।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275191
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০২
দিশারি লিখেছেন : আজ সব মুসলিমকে এক কাতারে এসে দাঁড়াতে হবে।
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৪
219220
ইসলামী দুনিয়া লিখেছেন : অবশ্যই।
275226
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২২
জেদ্দাবাসী লিখেছেন : জামায়াত, হেফাজত,তবলিগ,চরমোনাই,সহ
সব মুসলিম দলগুলিকে ছোটকাট মতবেদ রেখে ঐক্যেবদ্ধ হওয়ার তৌফিক দান করুন,আমীন
জাযাকাল্লাহ খায়ের
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৪
219221
ইসলামী দুনিয়া লিখেছেন : আমীন।
275241
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৯
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Jajakallahu khair for your valuable writing.
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৪
219222
ইসলামী দুনিয়া লিখেছেন : ধন্যবাদ।
275255
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৭
আফরা লিখেছেন : আমি ,আপনি চাইলে ও হবে ..........।
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৪
219223
ইসলামী দুনিয়া লিখেছেন : ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File