আসুন আমরা ভেদাভেদ ভুলে এক কাতারে দাড়ায়
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১৭ অক্টোবর, ২০১৪, ১১:২৮:১৮ সকাল
কেউ হানাফি, কেউ মালিকি, হাম্বলি, মোহাম্মদি, আহলে হাদীস। আজ থেকে সব ভেদাভেদ চিরতরে ভুলে যাই। অমিলগুলো রেখে দেই, যেগুলোতে মিল আছে সেগুলো মেনে নিই, এক অপরে মাঝে দুরত্ব সুষ্টি না করি। অমিলগুলো পরে আলোচনা করে সিদ্ধান্ত নিব। যদি আমার ভুল থাকে শুধরে নিব। কারণ আমি মানুষ ভুল হতেই পারে, তাই বলে নিজের ভুল স্বীকার না করে নিজেকে বড় মনে করে তর্ক সুষ্টি করব তা ঠিক না। যেগুলো মিল আছে সেগুলোর একটা তালিকা-
১। পাঁচ ওয়াক্ত সলাত জামাতের সাথে আদায় করব।
২। দাড়ি ছেড়ে দিব। গোফ ছোট করবো।
৩। সুদ,ঘুস,হালাল হারাম বেছে চলব।
৪। বিয়ে করলে যৈাতুককে না করে দ্বীনদার স্ত্রীকে অগ্রাধিকার দিব।
৫। যথা সম্ভব সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিশেধ করব।
৬। মা বাবার খেদমতসহ পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব।
৭। যে দলের হোক মুসলিম ভায়ের সাহায্যে এগিয়ে যাব।
৮। অন্য কোন পরিচয় না দিযে মুসলিম পরিচয়ে এক কাতারে দড়াবো।
আর অন্য যেগুলো বিষয় অমিল আছে। সেগুলো নিয়ে পরে আন্তরিকতার সাথে ভুল শুদ্ধানোর জন্য আলোচনা করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করুন। আমীন।
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব মুসলিম দলগুলিকে ছোটকাট মতবেদ রেখে ঐক্যেবদ্ধ হওয়ার তৌফিক দান করুন,আমীন
জাযাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন