অবিচারের পরিনতি

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ২৭ আগস্ট, ২০১৪, ০৪:৩৭:৫৫ বিকাল

অবিচারের পরিনতি কখনোই ভাল হয় না। এটা জানার পরেও আমাদের চারপাশে এর মাত্রা বেড়েই চলছে। পৃথীবির সব জায়গায় একই অবস্থা। পৃথিবির লিডারগণ পারেন জুলুম/অবিচারে ইতি টানতে, কিন্তু না দখলদারিত্ব টিকিযে রাখতে দুর্বলদের প্রতি অনবরত জুলুম চালিয়ে যাচ্ছে। আমি একজন দুর্বল মানুষ, আমার ভুল হতেই পারে তাই বলে আপনি শক্তির বলে আমাকে চড় মেরে বসবেন। আমি দুর্বল বলে আপনাকে হয়ত কিছুই করবে পারব না, কিন্তু আপনার প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হবে যা আমি সুযোগ পেলে ব্যবহার করব। ঠিক এই বিষয়টি আমরা বহুদলীয় গণতন্ত্রীয় দেশগুলোতে সচরাচর দেখতে পায়। এক দল কোন মতে ক্ষমতায় আসে, দিয়ে সে অপর দলের প্রতি দমনপীড়ন চালায়, তারা হয়তবা পুলিশের ভয়ে বা অন্য কোন ভয়ে কথা বলেন না কিন্তু তারা যখন ক্ষমতায় আসে তখন সুদে আসলে পুসিয়ে নেয়।

বিষয়: বিবিধ

৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File