আমার প্রথম পোষ্ট
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ২৪ আগস্ট, ২০১৪, ০৮:০৩:৪৭ রাত
খুব ভালো লাগছে যে আমি এই বগ্লে লেখার সুযোগ পেয়েছি। অনেক ব্লগে অনেক পোষ্ট লিখেছি কিন্তু এটাকে আলাদা মনে হলো যা আগের স্মৃতি মনে করিয়ে দেয়। তাই পোষ্ট দেওয়া শুরু করলাম। আমি একটা জিনিস মনে করি যে, ব্লগ হচ্ছে মত প্রকাশের প্লাটফর্ম। এখানে সবাই সবার মতামত দিতে পারবে। সে নাস্তিক,মুরতাদ, হিন্দু, বৈদ্ধ্য, অথবা যাই হোক না কেন? কিছুক্ষন আগে এই ব্লগে একটা পোষ্ট দেখলাম
একটু সময় দিন আল্লাহর ওয়াস্তে। ওহে মুসলিম একবার জাগো,আর কত ঘুমাবে?
উনি এখানে অভিযোগ করছেন একজন নাস্তিকের বিরুদ্ধে। সবাইকে একমত হওয়ার জন্য বলেছেন। মুসলিম হিসেবে সেই লেখাগুলোর প্রতি সবার রাগ হওয়ারই কথা। কিন্তু উনি নাস্তিকটাকে আইডি ব্লকএর মত কাজ করার কথাই বুঝাতেই চেয়েছেন মনে হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক না, আপনি আপনার যুক্তি দিয়ে তাকে পরাস্ত করুন। তাহলেই ব্লগের মান ঠিক থাকবে এবং ব্লগারের সংখ্যও বাড়বে। সবার সুস্থাস্থ্য কামনা করে আজকেই এখানেই বিদায়। ভালো থাকবেন সবাই।
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন