হ্যাল্‌লো লিসেনার, দিজ ইজ শাও.....

লিখেছেন লিখেছেন সত্যকথা ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:১৫:২১ সন্ধ্যা

হ্যাল্‌লো লিসেনার, দিজ ইজ শাওন, ঘড়ির কাঁটায় এখন ঠিক রাত একটা বেজে পনের মিনিট। ফুল নাইট আছি আপনাদের সাথে। এখন আপনাদের শোনাবো ড্যাশিং ডুসিং ফাটাফাটি একটা গান; আর এ গানটির জন্য রিকুয়েস্ট করেছেন ভিকারুননিসা থেকে আফসানা, নটরডেম থেকে ইমতিয়াজ, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল থেকে নওশাদ...শুনুন তাহলে রিমিক্স এবং নতুন ভ্যারিয়েশনে সেই গানটি...``সোনা বন্ধু তুই আমারে ভোতা দা দি কাইট্টা লা...পিরিতির কাথা দিয়া যাইত্তা ধইরা মাইরা লা।``

শুক্রবার দিবাগত রাতে একটি এফএম রেডিওর আরজে (রেডিও জকি) এভাবেই শ্রোতাদের অনুরোধে (!) যৌন সুড়সুড়িমূলক গান শোনাতে থাকেন। রাতজুড়ে চলে টিএনএজ বয়সীদের প্রেম, অশ্লীল কথাবার্তা। কখনো শ্রোতাদের অনুরোধে আবার কখনো আরজে নিজ থেকেই শোনান বিভিন্ন গান। রাত দু`টায় আরেকটি সুড়সুড়িমূলক গান শোনানোর আগে আরজে বলেন, ``লিসেনার, এখন শোনাবো তারুণ্যের মারদাঙ্গা আরেকটি গান, আই হোপ মিডনাইটে গানটি আপনাদের আনন্দ দেবে, কি গান?`` এরপর গান বাজে- ``মন চাইলে মন পাবি দেহ চাইলে দেহ, সবই হবে অগোচরে জানবে না কেহ``

এভাবেই চলছে আমার দেশের এফএম রেডিও। কি শিখছি আমরা, আমাদের পরের প্রজন্ম? ডিজুস ভাষা দিয়ে ডিজুস সুরসুরি দিয়ে ডিজুস তারুণ্য বানাবেন আর নৈতিকতা চোরাবালি খুজবেন.....দুটো কি একসাথে হয়?

বিষয়: সাহিত্য

১২৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263140
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৯
কাহাফ লিখেছেন : শুধু এফএম রেডিও নয়, বর্তমান সকল সিনেমা-নাটক-গল্প কবিতা সহ মিডিয়া যেন এ কাজের দায়িত্ব নিজেদের কাধে তুলে নিয়েছে।যে কোন ভাবেই হোক অশ্লীলতা কে ছড়িয়ে দিতেই হবে।
263215
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৬
হতভাগা লিখেছেন : বন্ধু , আড্ডা ও গান - এই তিনে হারিয়ে যাও ।

বাংলাদেশীরা গানের পাগল , সেটা যখনই হোক না কেন সে শুনতে চায় , গাইতে চায় ।

এতে দেশে এখন একটা ফাস্ট তরুন সমাজ গড়ে উঠছে , যারা দেশকে দ্রুত উন্নতির শিখরে নিয়ে যাবে।
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২২
206850
নোমান২৯ লিখেছেন : ফাস্ট তরুন সমাজ|!!|Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File