ব্যক্তি নিজে ভাল না খারাপকিভাবে বুঝবেন?
লিখেছেন লিখেছেন সত্যকথা ১৮ আগস্ট, ২০১৪, ০৪:৩৯:৩১ বিকাল
শ্রোতাদের উদ্দেশ্যে বক্তা প্রশ্ন ছুঁড়লেন: কোন ব্যক্তি নিজে ভাল না খারাপ -তা সেই ব্যক্তি নিজে কিভাবে বুঝবেন?
শ্রোতাদের মধ্যে ভিন্নভিন্ন মতামত।
কেউ বলছেন:
বুদ্ধি /বিবেক।
আত্মসমালোচনা।
অন্যের স্বীকৃতি।
ভাল কাজে তৃপ্তি, মন্দে কষ্ট।
বক্তা সবার কথা শুনে বললেন: আপনি নিজে ভাল না খারাপ তা বুঝতে পারবেন, যখন আপনি একাকী থাকবেন।
লোকের সামনে পাঁচ ওয়াক্ত নামায জামায়াতে আদায় করতে পারলেই বুঝবেন না যে আপনি কতটা পরহেযগার। যখন একাকী থাকা অবস্থায় নামায পড়ার পেরেশানি উঠলে বুঝবেন আপনি ভাল মানুষ।
লোকের সামনে আপনি যতই নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে বিবেচিত হোন না কেন, একাকী থাকা অবস্থায় আপনি কতটা নৈতিক চরিত্রের অধিকারি, সেটাই নৈতিকতার প্যারামিটার।
মানুষের কাছে আপনি বড়ই পবিত্র। কিন্তু একাকী অবস্থায় আপনি কি নিজের কাছে পবিত্র?
মানুষের চোখে আপনি বড়ই পর্দানশীল। যখন একাকী থাকেন, তখনও কি?
একাকী থাকা অবস্থা আপনি যা ভাবেন, চিন্তা করেন, পরিকল্পনা করেন, আমল করেন, হিসাব করেন, কথা বলেন, ইন্টারনেট যেভাবে ব্যবহার করেন-আপনার চরিত্র আসলে সেটিই।
আমি কথাগুলো শুনে চোখ বন্ধ করে একাকীত্ব বিশ্লেষণ করলাম। খুব ভাল করে বুঝলাম আমি ভাল না খারাপ। আপনি এবার নিজের একাকীত্ব বিশ্লেষণ করুন তো!
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন