হাসিনা ভারতের সমর্থক আর বাংলাদেশ ! মানবতার সমর্থক । আমরা পাকিস্থানের পক্ষে নই কিন্তু ভারতের বিপক্ষে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:১৭:৪৬ রাত



লড়াই না হওয়াটাই কামনা । যেহেতু দুই দেশের পক্ষে বড় বড় পরাশক্তি দেশগুলির ইশারা আছে শক্তিতে না কুলাইলে পারমানবিক বোমা ব্যাবহার করাটা একেবারেই অস্বাভাবিক নয়।

হারা-জিতা তো পরের কথা ! এমন মরনাস্ত্র ব্যাবহার হলে মানবতার অস্তিত্ব মহা হুমকির মুখে পড়বে।

আমাদের মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী মেঘ আসার আগেই বৃষ্টির ফোটা দেখে ভারতকে সমর্থন করেছে কিন্তু আমরা !

আমরা বাংলাদেশীরা কিন্তু অবৈধ প্রধানমন্ত্রীর সমর্থক নই । ভুল বুঝবেন না আমরা পাকিস্তানেরও সমর্থক নই । আমরা হলাম মানবতার সমর্থক।

কাশ্মিরে আজ মানবতা বিপর্যস্ত ।

প্রায় দুই মাস মানুষের মৌলিক চাহিদা পুরনের জন্যও বাড়ীর বাইরে যেতে পারছেনা । ১৪৪ ধারা জারী রেখেছে অবৈধ শাষক ভারতের বাহিনীগুলি।

আমরা এর কঠোর নিন্দা জানাই।

সাথে সাথে আন্তর্জাতিক মহলগুলিকে অনুরোধ করব জাতীসংঘে হা -না ভোটের মাধ্যমে কাশ্মিরীদের ভাগ্য পরিবর্তনের ব্যাবস্থা করে দিন।

আমরা ভারতিয় আগ্রাসনের নিন্দা জানাই

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377916
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৪৩
হতভাগা লিখেছেন : কথা ঠিক ।

তবে এসব ক্ষেত্রে বাংলাদেশের জনগনের সমর্থনের চেয়ে বাংলাদেশ সরকারের সমর্থন কাজে দেবে।
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:২৯
313220
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সম্ভবত পায়ের তলার মাটি কাপা শুরু করেছে। দাদাজীর দেশের কোন ক্ষতি হলে লুকাবে কোথায় ? তাই তো আগ বাড়িয়ে নিজের সমর্থন জানিয়ে দিয়েছে
তাতে আর যতক্ষন রক্ষা হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File