ইচ্ছার বিরুদ্ধে ফিরলাম । ব্যার্থ ফরিয়াদে উল্টা হয়রানি । আজব দেশ !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:০৯:৫২ দুপুর



কলম ধরবো কোথায় ? ফরিয়াদ করবো কার কাছে ? বিচার প্রত্যাশা করবো কোথায় ? নিজের দেশেই অচেনা আতংক যেন ১৭ কোটি লোককে ( সরকার সমর্থক গোড়াগুলি ছাড়া) নির্ঘুম দিন-রাত পার করতে হচ্ছে।

নির্দয় ও নির্বাচারের হত্যা আজ সারা দেশবাসীকে তাড়া করে বেড়াচ্ছে ।

কোথায় পালাবেন ? ঘরে ! অফিসে !! বাইরের কোন জগতে পালাবেন !!! উপায় নাই । সবখানে যেন ভাড়া করা দানবেরা কিলবিল করছে। দেখলে মনে হবে দানবদের স্বর্গ রাজ্য এটা।

দানবেরা তো কিলবিল করবেই কারন নির্বাহী ক্ষমতাশালীরা যে ওদের মাথার উপর নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছে। ভাল লোকগুলি আজ ফেরারী হয়ে আতংকিত ভাবে ঝাড়ে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে পক্ষান্তরে মার্ডার কেসের আসামিকে নির্বাহী ক্ষতাধররা মাফ করে জেল থেকে মুক্তি দিচ্ছে।

হায়রে দেশ

স্বাধীন হলো কি এমন জীবনের জন্য।

বিশ্বের দরবারে আজ আমাদের সোনার বাংলাটি ঘৃনিত এবং ব্যার্থ রাষ্ট্রর কাছাকাছি চলে এসেছে যেই কোন মুহুর্তে ক্ষমতাধররা হস্তক্ষেপ করবে তখন হয়তো আমাদের তাকিয়ে দেখা ছাড়া কোন কিছু করার শক্তি থাকবে না।

অন্যের দয়ায় আমাদের বাচার পুর্ব অভিজ্ঞতা আছে তাই হয়তো বন্ধি জীবন তেমন কষ্টের হবে না।

অপেক্ষায় থাকলাম সেই বন্ধি জীবনের । অথবা মুক্তির জীবনের যদিও সেই মুক্তির জীবন ফিনকে ...আল্লাহর মদদ একমাত্র ভরসা

আমিন

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377244
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৩২
হতভাগা লিখেছেন : উপরে বুড়া চাচারে যে কালো চশমা পড়া সার্জেন্ট মারতেছে সেটা বিএনপির আমলের।

ভালই হয়েছে ফিরেছেন । রয়ে সয়ে পোস্ট দিয়েন।
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৩৫
312698
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভুল দেখেতেছেন
চশমা খুলে দেখেন তো বুঝবেন কোন আমলের
০৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:০০
312699
হতভাগা লিখেছেন :


মোটামুটি কনফার্ম এটা বিএনপির আমলে কোন এক টেস্ট ম্যাচের সময় (সম্ভবত চট্টগ্রামে)।
377249
০৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:০৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হায়না লীগের গত শেষনের ছবি
০৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৪৫
312701
হতভাগা লিখেছেন : http://archive.thedailystar.net/2006/04/17/d6041701022.htm

১৭.০৪.২০০৬
377262
০৬ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:০০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এডিটিং ছবি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File