পরিণত হচ্ছে একটি সমৃদ্ধ দেশে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২৩:২৬ দুপুর
বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য অর্জনের পথে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটকে সময়োপযোগী, বাস্তবসম্মত ও শতভাগ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ বাজেটে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটানো হচ্ছে। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে দেশ ও দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ নিঃসন্দেহে সমৃদ্ধ দেশে পরিণত হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, পেট্রোল বোমা, অহেতুক হরতাল অবরোধ, নৈরাজ্যসহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে দেশে ধারাবাহিকভাবে জিডিপি প্রবৃদ্ধি শতকরা ৬ ভাগের ওপর ধারাবাহিকভাবে বজায় রাখা সম্ভব হয়েছে। তা শুধু বর্তমান সরকারের যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের ফলে সম্ভব হয়েছে।সরকারের নেতৃত্বে একটি দরিদ্র দেশ হিসাবে পরিচিত বাংলাদেশ যেভাবে দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছে তাতে আন্তর্জাতিক বিশ্বও বিস্ময় প্রকাশ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপেও বাংলাদেশ যে আগামীতে সমৃদ্ধি অর্জন করবে তার স্বীকৃতি দেয়া হচ্ছে।এভাবেই সকল বাঁধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে।
বিষয়: বিবিধ
৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন