প্রতিশোধের নেশাখোরদের পরিনতি অনেক ভয়াবহ।শহীদ পরিবারের আহাজারীতে তাদের ইতিহাস আস্তাকুড়ে নিক্ষেপ হয়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ এপ্রিল, ২০১৬, ১১:০৫:১৬ রাত

প্রতিশোধের নেশা কখনো কোন লোককে রজনিতিবিদ বানাতে পারেনা বড় জোর মিথ্যা বুলির মাধ্যমে জনতাকে ধোকার দিয়ে ক্ষমতায় আরোহন করা যায়।

প্রতিশোধের নেশা কখনো সমাজ সচেতন নাগরিক বানাতে পারেনা বড় জোর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে স্থানীয় জনগনের চেয়াম্যান মেম্বার হয়ে শালিশ দরবার করা যায়।

প্রতিশোধের নেশা কখনো দেশ প্রেমীক হতে পারেনা বড় জোর সেই নেতা পুর্বপুরুষদের দোহাইর মাধ্যমে ও মিথ্যা প্রতিশ্রুতির দ্বারা ক্ষমতার স্বাধ গ্রহন করতে পারে কিন্তু ভালবাসা পেতে পারেনা।

এমনতরো প্রতিশোধের নেশা যেই নেতাদের থাকবে তারা যতই প্রতিপত্তির অধিকারী হউক আর যতই পুর্বপুরুষদের বড়াই করুক তার নিজের কৃতকর্মের ফল এমনভাবে পায় দুনিয়ার ইতিহাসের কলংকজনক পৃষ্টায় তার নাম লেখা থাকে যুগযুগ ধরে। শুধু কি তাই ! তার পুর্ব পুরুষ যারা আসবে তারাও সেই কলংকের কালিমা বহন করতে থাকে অনন্তকাল । মীরজাফর , হিটলার ইত্যাদি । তাদের পরবর্তি বংশধররা স্বাভাবিক জীবন ধারনের জন্য ক্ষেত্র বিশেষ নিজেদের পরিচয় গোপন করে বাচতে চায়।

আমাদের সোনার বাংলাদেশের নব্য প্রতিশোধের নেশাখোরের জীবনটা আরো ভয়াবহ হবে ইনশাআল্লাহ ।

মজলুমরা ফরিয়াদ করছে ,শহীদের পরিবার আহাজারী করছে পঙ্গুত্ববরনকারী হাসপাতালে চিতকার করে রোনাজারী করছে স্বামী হারা সন্তান হারা বাবা হারা জীবনের চলার শেষ আশ্রয় হারিয়ে বলছে মাবুদ তুমি ছাড়া আর কেউ নাই এই জালীম শাষকের হাত থেকে আমাদেরকে রক্ষা কর আর জালিমকে দুনিয়া থেকে চীর তবে অপমানের সাথে নাস্তানাবুদ করে ভবিষ্যতে আগত জালিমদেরকে শিক্ষা দাও

আমিন

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366053
১৮ এপ্রিল ২০১৬ সকাল ০৫:০৫
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ, ভালো লাগলো
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৪
303709
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মজলুমরা ফরিয়াদ করছে ,শহীদের পরিবার আহাজারী করছে পঙ্গুত্ববরনকারী হাসপাতালে চিতকার করে রোনাজারী করছে স্বামী হারা সন্তান হারা বাবা হারা জীবনের চলার শেষ আশ্রয় হারিয়ে বলছে মাবুদ তুমি ছাড়া আর কেউ নাই এই জালীম শাষকের হাত থেকে আমাদেরকে রক্ষা কর আর জালিমকে দুনিয়া থেকে চীর তবে অপমানের সাথে নাস্তানাবুদ করে ভবিষ্যতে আগত জালিমদেরকে শিক্ষা দাও
366072
১৮ এপ্রিল ২০১৬ সকাল ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৪
303710
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File