অনেক দিনের বন্ধু
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৭ এপ্রিল, ২০১৬, ১০:৪৩:৪৯ রাত
বন্ধুত্ব সেই অনেক দিনের
দেখা কেবলই আজ
চেটেপুটে খেয়েছি নাস্তা পানি সব
করিনি কোন লাজ
স্বযত্নে এড়িয়েছি ডিনারের দাওয়াত
রেখেছি আগামীর তরে
হঠাৎ একদিন হাজির হয়ে যাব
বিনা দাওয়াতে তার ঘরে।
রন্ধন পটীয়সী ভাবীর হাতের
খাব সব খানা
চিকেন ফ্রাই-রোল, কেক, চা-কফী
আরো যত নাম না যানা।
বন্ধুত্ব আর ভ্রাতিত্বের এই বন্ধন
যাবেনা কভূ টুটে
যেথায় থাকি, যেমন থাকি
আসব একে অন্যের তের ছুটে।
বিষয়: সাহিত্য
১১০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যা-ই বলেন, খাওয়া ছাড়া মুহাব্বাত জমেনা
এজন্যই দাওয়াত খাওয়া এবং দাওয়াত দেয়া দুটই সুন্নত।
মন্তব্য করতে লগইন করুন