অনেক দিনের বন্ধু

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৭ এপ্রিল, ২০১৬, ১০:৪৩:৪৯ রাত

বন্ধুত্ব সেই অনেক দিনের

দেখা কেবলই আজ

চেটেপুটে খেয়েছি নাস্তা পানি সব

করিনি কোন লাজ

স্বযত্নে এড়িয়েছি ডিনারের দাওয়াত

রেখেছি আগামীর তরে

হঠাৎ একদিন হাজির হয়ে যাব

বিনা দাওয়াতে তার ঘরে।

রন্ধন পটীয়সী ভাবীর হাতের

খাব সব খানা

চিকেন ফ্রাই-রোল, কেক, চা-কফী

আরো যত নাম না যানা।

বন্ধুত্ব আর ভ্রাতিত্বের এই বন্ধন

যাবেনা কভূ টুটে

যেথায় থাকি, যেমন থাকি

আসব একে অন্যের তের ছুটে।

বিষয়: সাহিত্য

১১০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366722
২২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যা-ই বলেন, খাওয়া ছাড়া মুহাব্বাত জমেনা Eat Eat Love Struck Love Struck
০১ মে ২০১৬ রাত ১০:৩৪
305070
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম
এজন্যই দাওয়াত খাওয়া এবং দাওয়াত দেয়া দুটই সুন্নত।
368380
০৮ মে ২০১৬ সকাল ১১:৫৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া এতদিন শুনে আসতেছে সবুজ ভাইয়া খাদক, খাবারের নাম শুনলেই উনি হাজির!! এখন দেখতেছি সংখ্যা আরোও বাড়তেছে.... হা হা হা, অনেক দিন আপনার নতুন লিখা পাচ্ছিনা।
০৮ জুন ২০১৬ রাত ১২:৩৩
308119
আবু জারীর লিখেছেন : আনার বিয়ের দাওয়াত কবে খাব?
371310
০৮ জুন ২০১৬ রাত ১২:৩৩
আবু জারীর লিখেছেন : আনার বিয়ের দাওয়াত কবে খাব?
০৮ জুন ২০১৬ দুপুর ১২:০০
308162
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ইনশাআল্লাহ অক্টোবরে আসতেছি, দেশে এসে সবার সাথে যোগাযোগ করবো। আপনাদের ছাড়া কি অনুষ্ঠান হবে???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File