রক্তে ম্লান তৃণমূলের ভোট উৎসব। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে তৃপ্তির ঢেঁকুর নির্লজ্জ ইসির।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ এপ্রিল, ২০১৬, ১১:৪৯:১৬ সকাল
৫ই জানুয়ারীর নির্বাচন বর্জনের খালেদার সিদ্ধান্তই ছিল সঠিক। প্রমান দিতেছে নির্লজ্জ ইসি
বেপরোয়া কেন্দ্র দখল, জাল ভোটের মহোৎসব ও সহিংসতায় নিহতদের রক্তে ম্লান হচ্ছে তৃণমূলের ভোট উৎসব।
নির্বাচন এলে গ্রামে-গঞ্জে উৎসবের আমেজ দেখা যায়।
গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সে উৎসবে ভাটা শুরু হয়। এর পর থেকে উপজেলা ও পৌরসভা নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে বিরাজ করছে শঙ্কা ও উৎকণ্ঠা। অবশেষে সংঘাত সহিংসতার মধ্যেই তা শেষ হচ্ছে। ফলে তরুণ ভোটারদের মধ্যে ভোট উৎসবের আমেজ ল করা গেলেও প্রবীণদের মধ্যে দেখা যাচ্ছে বিরক্তির ছাপ।
নির্বাচনের দিন বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়া, জাল ভোট ও নানা অনিয়মের কারণে ভোটকেন্দ্রে আসছে না ভোটাররা।
এরপরও প্রতিটি ধাপের ভোট গ্রহণের পর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে তৃপ্তির ঢেঁকুর ইসির।
মাঠে ভোটারের উপস্থিতি না থাকলেও কাগজে ৭৪ থেকে বাড়িয়ে এখন ৭৮ শতাংশ উপস্থিতি দেখিয়েছে। ব্যর্থতার দায়ভার নিতেও নারাজ ইসি। -
শাহবাগের মোড় অথবা প্রেসক্লাবই উপযুক্ত স্থান হবে যেখানে নির্লজ্জ ইসি এবং তাদের দোষরদেকে দর্শনার্থীদেরকে দেখানো যাবে ( খাচায় পুরে)
তথ্থ সংগ্রহিত
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন