হে চৈত্র, আমি হবো তোর চিন্ময়-ছাত্র

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ এপ্রিল, ২০১৬, ১১:৪৫:৩২ সকাল

দে চৈত্র, চিত করে কাত করে ভিজিয়ে দে!

আমাদের চিপটা চিত্তকে চান করিয়ে দে!

চিতা-মনটাকে ইচ্ছে মতো ধুয়ে দে!

যারা সারাবছর চিটিং করে ওদের চিচিংফাক করে দে!

চাতুরী করে চিনি খেল যারা, ওদের চিরতা গিলিয়ে দে!

বাইরে মানুষ ভিতরে ওরাংওটাংদের চিৎপটাং করে দে!

হে চৈত্র, আমি হবো তোর চিন্ময়-ছাত্র

মনের মাঝে সুন্দর হবার চিত্র এঁকে দে!

বিষয়: বিবিধ

৭২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File