মানুষের সম্মান তার যোনিতে থাকে না, "ধর্ষনের কষ্ট ব্যথার ওষুধে খেলে চলে যায়( অষ্টম শ্রেনীর বই)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ মার্চ, ২০১৬, ০৫:৫৫:৫৯ বিকাল
"ধর্ষণ শরীরের কষ্ট ছাড়া আর কিচ্ছু নয়।
ব্যথার ওষুধের সাথে সাথে এ কষ্ট চলে যায়।
মানুষের সম্মান তার যোনিতে থাকে না।
তাই ধর্ষণে কারো সম্মান যায় না।"
শুধু এই কথাগুলো আপনার সন্তানের মনে গেথে দিন। ওর গায়ের জোর দশ গুন বেড়ে যাবে। ধর্ষিতার আত্মহত্যার প্রবণতা কমে যাবে।
আর হ্যাঁ, সন্তানকে বলার আগে আপনি নিজে কথাগুলোকে বিশ্বাস করুন মনে প্রাণে।
জীবন একটাই। অপরের অন্যায়ে সে জীবন নষ্ট হবার নয়, থেমে যাবার নয়।
বাতিঘর প্রকাশনীর বই বিশ্বপরিচয়- অষ্টম শ্রেনীর পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়।
বন্ধুগন :- ফিরাউন এবং হামান যেটা করেছিল সেই এজেন্ডা নিয়ে লেডি হিটলার সামনে অগ্রসর হচ্ছে ।
ঘরে ঘরে নাস্তিক আর ধর্ষক তৈরী হবে যত পড়া তত নাস্তিক
সামনে যাবেন ! না পিছনে যাবেন সিদ্ধান্ত নিবার এখনই সময়
আগামী প্রজন্মকে যদি বাচাতে চান তবে কেউ না কেউ অগ্রসর হতে হবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে হোক আর দেশিও সংস্থার মাধ্যমে হোক দ্রুত হিটলারকে বিদায় করতে হবে নইলে ১০০ বছরের পিছে জাতী তলিয়ে যাবে
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের সম্মান তার যোনিতে থাকে না। তাই ধর্ষণে কারো সম্মান যায় না। শুধু এই কথাগুলো আপনার সন্তানের মনে গেথে দিন।ওর গায়ের জোর দশগুন বেড়ে যাবে। ধর্ষিতার আত্মহত্যার প্রবণতা ও কমে যাবে। অষ্টম শ্রেনীর পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়। ফিরাউন এবং হামান যেটা করেছিল সেই এজেন্ডা নিয়ে লেডি হিটলার সামনে অগ্রসর হচ্ছে। ঘরে ঘরে নাস্তিক আর ধর্ষক তৈরী হবে যত পড়া তত নাস্তিক সামনে যাবেন!না পিছনে যাবেন সিদ্ধান্ত নিবার এখনই সময় লেখাটি ভাল লাগলো ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন