কে হচ্ছেন মহাসচিব ফখরুল নাকি গয়েশ্বর
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ মার্চ, ২০১৬, ০৬:২৭:২২ সন্ধ্যা
						 
						 
মির্জা ফখরুলই পূর্ণাঙ্গ মহাসচিব হচ্ছেন কি না অন্য কেউ এই দায়িত্ব পাচ্ছেন। বিএনপির মহাসচিব পদ ভারমুক্ত হবে কি না, কাউন্সিলের পাঁচ দিন কাটলেও এখনও জানা গেলো না। বিএনপিতে পূর্ণাঙ্গ মহাসচিব নেই ছয় বছর হয়ে গেলো। কথা উঠেছিল জাতীয় সম্মেলনে চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের পাশাপাশি মহাসচিব পদেও নির্বাচন হবে। কিন্তু হলো না। বেগম খলেদা জিয়ার ফাইলে বন্দি থাকা সেই নাম ক্রমশ বাড়িয়ে তুলছে শঙ্কা আর অস্থিরতা। সবার চোখে মুখে যেন এখন দলের উপর অবিশ্বাস আর অনাস্থায় ফেপে উঠেছে। নেতাদের মধ্যে একটি অংশ মির্জা ফখরুলকে ঠেকিয়ে রাখতে চাইছেন। অভিযোগ উঠেছে- কাউন্সিলের উদ্বোধনের সময় দলের একটি পক্ষ চেয়ারপারসনের কাছ থেকে মির্জা ফখরুলকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। বিএনপির একাংশের নেতাদের অভিযোগ ইচ্ছা করেই ফাইলগুলোকে বেগম খালেদা জিয়া বগলবন্দি করে রেখেছেন। তাদের মধ্যেই এখন বিভক্তির সুর শুনা যাচ্ছে। এক দিকে মির্জা ফখরুল অন্য দিকে গয়েশ্বর ভারী হয়ে উঠেছে বিএনপির মেঘে ঢাকা আকাশে। 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: রাজনীতি
৮০৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন