আমাদের জাতীর কি হলো তারা কেন মজলুমের ফরিয়াদের দিকে ভ্রুক্ষেপ করতেছে না ! ভবিষ্যতে কঠিন আফসুসেও কোন লাভ হবেনা এখনও চোখ আছে বন্ধগন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ মার্চ, ২০১৬, ১১:৫৪:১৭ রাত
কেন আজকে পুরা জাতী বধির হলো ! কোন সে শক্তি তাদেরকে বধির করেছে ! কে তাদেরকে বিকলাঙ্গর অবস্থায় উপনিত করেছে!
আজ মজলুমরা ফরিয়াদ করছে আল্লাহর কাছে এই বলে হে মাবুদ আমাদেরকে তোমার খাস রহমতের হাত দ্বারা সহযুগিতা করো কারন আমাদের জাতী আজ সত্য মিথ্যার বাচ বিচার করতে পারছেনা ।
একদিন এই জাতী আফছুস করে বলবে হায় মাবুদ আমাদের সুর্য সন্তানদেরকে নিয়ে গেছো বলে আজকে আমরা অন্ধকারে ধুকতেছি পথহারা পথিকের মতো পথ খুজতেছি।
আমাদের ভবিষ্যত বংশধররা হক বাতিল বুঝতেই পারবে না সবাই আল্লাহর পথ থেকে গোমরাহির পথে পরিচালিত হবে তখন সবাইকে জাহান্নামে যেতে হবে।
আমাদের মজলুমদের দোয়া কবুল করো মাবুদ বাতিলের হাতকে দুর্বল করে দাও আর আমাদের ঈমানকে মজবুত করে হারানো ঈমানী জযবা ফিরিয়ে দাও
আমিন
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতি ঘুমে অচেতন তাই!!!
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন