এরশাদ ডার্কহর্স না কিং মেকার ,এরশাদ ওভার বাউন্ডারি মারতে গিয়ে নিজেই ক্যাচ আউট হয়েছেন।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ জানুয়ারি, ২০১৬, ০২:৪০:৫০ দুপুর



বাংলা প্রবাদে আছে পচা শামুকে পা কাটে। এরশাদ এমনভাবে কথা বলছেন, যেন সরকার বেকায়দায়। আবার এরশাদ নিজেও এমন বেকায়দায় পড়েন যে সকালে বলেন, নির্বাচনে যাব না, তো পরে শপথ নিতে যেয়ে স্পিকারকে বলেন, চলে এলাম। এমন রাজনীতির অন্যতম খেলোয়াড় এরশাদ। হঠাতই তার ভোল ও সুর দুই পাল্টে যায়। একেক সময় একেক কথা বলে রাজনীতিতে সবসময় আলোচনায় থাকেন তিনি। তাকে নিয়েই অনেক সময় আবর্তিত হয় দেশের রাজনীতি। কখনো নিজের ইচ্ছায় বলেন আবার কখনো তাকে দিয়ে বলানো হয়।

রাজনৈতিক দোলাচলে পড়ে জাতীয় পার্টি যেমন ক্ষতিগ্রস্ত , তারওপর এখন অন্যের অপর ভর করে চলতে হচ্ছে জাতীয় পার্টিকে। রাজনীতিতে এরশাদ ও রওশন এরশাদ নিজেদের ওপর আস্থা রাখেন কি না তারচেয়েও বড় প্রশ্ন হচ্ছে সবই সাজানো নাটক কি না। আবার তার ভাই জিএম কাদের ভবিষ্যতবাণী করেন, সরকার মধ্যবর্তী নির্বাচন দেবেন। হতে পারে তার মুখে কথার প্রতিধ্বনি রাজনৈতিক অঙ্গনে কতটা ওঠে তা ঠাহর করা। আর জাপার সংসদ সদস্যরা এরশাদের চেয়েও এক কাঠি সরেস। কখনো বলেন পদত্যাগে আপত্তি নেই, আবার বলেন, দল চাইলে পদত্যাগে কোনো দোষ নেই, তো ফের বলেন, সরকারের সবুজ সংকেত তাদের দিকেও আছে।

আসলে রাজনীতিতে ওঝা হয়ে এরশাদ সর্প দংশনের চিকিৎসা করছেন না কি সর্প হয়ে দংশন করতে চাচ্ছেন তা যেমন স্পষ্ট নয় তেমনি গণতন্ত্রের বেহাল অবস্থা এবং রাজনৈতিক দলগুলো ভেতরে ও বাইরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি বলেই এরশাদের মত রাজনীতিকদের এখনো প্রয়োজন পড়ে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেচিলেন, এরশাদ ওভার বাউন্ডারি মারতে গিয়ে নিজেই ক্যাচ আউট হয়েছেন। তিনি পুতুল নাচের রাজা হয়ে একেক সময় একেক ভানুমতির খেল খেলছেন।

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357606
২৪ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : হাসিনার রাজ সভায় এরশাদ এক গোপাল ভাঁড়৷ ধন্যবাদ৷
২৪ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৮
296696
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File