দেশ-বিদেশ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৪ জানুয়ারি, ২০১৬, ০৯:৫৭:৩৯ সকাল
সিঙ্গাপুরের সিঙ্গারাটা
লংকা দিয়ে খাবো,
লংকা নিতে শ্রীলংকা
প্লেনে করে যাবো
ভ্যাটিক্যানের ক্যানটা নিয়ে
ক্যানবেরা যাবো ভাবছি,
জাপানী পানে রস কতটা
প্যাসিফিকে মাপছি!
নামিবিয়ার দামি বিয়া
মিস করেছি গতবার,
যেখানে যাই মনে করি
বাংলাদেশকে শতবার!
বিষয়: বিবিধ
৯৩৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সৈয়দ মুজতবা আলীর ভাযায়-
ইনহাস্ত ওয়াতানাম!!
[এই তো আমার জন্মভূমি]
মন্তব্য করতে লগইন করুন