উন্মোচিত হলো রাষ্ট্রপতি বরাবর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যা লিখেছিলেন । যাকে সরকার নিয়ন্ত্রিত মিডিয়া ক্ষমার আবেদন বলে মিথ্যাচার করতেছিল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ নভেম্বর, ২০১৫, ০২:৪৪:২৬ দুপুর
আইসিটি এ্যাক্ট, যদিও এটা দেশে বিদেশে বিতর্কিত ও সংবিধানের সাথে সাংঘর্ষিক তারপরও এই বিচারের সময় আমাকে আত্মপক্ষ সমর্থনের সীমিত সুযোগ দেয়া হয়েছে।
আমার ক্ষেত্রে ফৌজদারি আইন, স্বাক্ষ্য আইন প্রযোজ্য ছিল না।
সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমাকে ট্রাইবুনাল ৬ নং চার্জে মৃত্যুদণ্ড দেয়নি। তারা চার্জ ১ কে চার্জ ৬ এর সাথে মিলিয়ে চার্জ ৬ এ মৃত্যুদণ্ড দিয়েছে।
আপিল বিভাগ আমাকে চার্জ ১ থেকে বেকসুর খালাস দিয়েছে। চার্জ ৬ এ তারা আমার মৃত্যুদণ্ড বহাল রেখেছে।
অথচ ট্রাইবুনাল শুধু চার্জ ৬ এর জন্য আমাকে মৃত্যুদণ্ড দেয়নি। এই চার্জে স্বাক্ষী মাত্র একজন। সে বলেনি, যে কোন বুদ্ধিজীবীকে আমি হত্যা করেছি। কোন বুদ্ধিজীবি পরিবারের সন্তানও এসে বলতে পারেনি যে, আমি কোন বুদ্ধিজীবিকে মেরেছি এবং কোনো বুদ্ধিজীবি পরিবার আমার রায়ের পরও দাবি করেনি যে, তারা তার পিতা হত্যার বিচার পেয়েছেন।
আমার অপরাধ হিসেবে বলা হয়েছে যে, আমি নাকি আর্মী অফিসারদের সাথে বসে পরামর্শ দিয়েছি। কিন্তু যে স্বাক্ষী এসেছে সেও বলেনি যেম আমি কবে কোন আর্মি অফিসারের সাথে কোথায় বসে এই পরামর্শ করলাম?
স্বাক্ষী বলেছে আমাকে, নিজামী সাহেব ও অধ্যাপক গোলাম আযমকে দেখেছে। সে আমাদের চিনতো না। পরে আমাদের নাম শুনেছে। অথচ এই অভিযোগটি গোলাম আযমের সাহেবের বিরুদ্ধে আনাই হয়নি। নিজামী ভাইকে যাবজ্জীবন দিয়ে শুধু আমাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আমি নিশ্চিত যে, আমার মৃত্যুদণ্ডের রায় কনফার্ম করে তারপর আমার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন শুরু করা হয়েছে।
আমাকে আমার পরিবার, সংগঠন ও দেশবাসীর কাছে হেয় প্রতিপন্ন করার জন্য, কাপুরুষ প্রমাণ করার জন্য দিনভর রাষ্ট্রীয়ভাবে এই মিথ্যাচারের নাটক করা হয়েছে। এই জালিম সরকারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। (এই সময় তার কন্ঠে প্রচন্ড রাগ ও ক্ষোভের সুর প্রকাশ পায়)। আমি নির্দোষ, নির্দোষ এবং নির্দোষ। আমাদের আজ তারা অন্যায়ভাবে হত্যা করতে যাচ্ছে। “
https://facebookbdnews.wordpress.com
বিষয়: বিবিধ
১৪৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও ধন্যবাদ
সকল অন্যায়ের বিচার দুনিয়াতেও হবে আর কেয়ামতের দিন তো থাকছে আল্লাহর শাস্তি
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
Thanks
মন্তব্য করতে লগইন করুন