নারীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গণধোলাই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ অক্টোবর, ২০১৫, ১১:৪০:৪২ সকাল



চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ ও চাকরি প্রত্যাশী নারীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দিনাজপুর পার্বতীপুর উপজেলা স্বেছাসেবক লীগের সভাপতি আকতার হোসেনকে গণধোলাই দিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের নতুন বাজার শহীদ মিনার সড়কের আকতার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান হাজি ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল মতিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী নারীর বাবা বলেন, ‘স্বেছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন আমার মেয়েকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ ৬৭,০০০ টাকা নেন। মেয়েকে ঢাকায় নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক সপ্তাহ পর তাকে বাড়িতে নিয়ে আসেন।’

তিনি বলেন, ‘বাড়িতে এসে আকতার জানান- ঢাকায় সব আলোচনা হয়েছে। এরপর সার্কুলার হলে পুলিশে তার চাকরি হয়ে যাবে।’

তিনি আরো বলেন, আমার মেয়েকে আকতার শারীরিক সম্পর্কের বিষয়টি গোপন রাখার জন্য বলেন। বিষয়টি কাউকে জানালে চাকরি হবে না বলেও হুমকি দেয়া হয়।’

দীর্ঘদিনেও চাকরির কোনো ব্যবস্থা না করা এবং শারীরিক সম্পর্কের বিষয়টি তিনি বিভিন্ন লোকজনকে জানালে পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে আকতারকে শায়েস্তা করেছে বলেও দাবি করেন ওই নারীর বাবা।

পার্বতীপুর মডেল থানার ওসি মো. মাহমুদুল আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উভয়পক্ষকে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়: বিবিধ

৯১৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345779
১৫ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫১
আবু জারীর লিখেছেন : সাবধানে থাকিও নারী পর্দার আরালে।
১৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০০
286913
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Good Luck
345782
১৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৩
হতভাগা লিখেছেন : মানুষের কাছ থেকে টাকা নিয়ে স্বেচ্ছা সেবক
১৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০০
286914
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Broken Heart Broken Heart
345811
১৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
শেখের পোলা লিখেছেন : যতই মারুক যা গেছে তা কি ফেরত পাবে? তাই ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন৷
১৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
286943
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
345827
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টাকা নিয়েছেন চাকরির জন্য। বাকিটা তিনি স্বেচ্ছায় সেবা দিয়েছেন!!!
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৩
286968
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের জাতীর প্রতি লানত আসবে
345892
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ১২:২০
দ্য স্লেভ লিখেছেন : আখ মাড়াই কলে ফেলে দিলে খায়েশ মিটে যাবে
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৮
287022
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সময় আসতে দেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File