চাঁদনী রাতে পুটির মা
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ অক্টোবর, ২০১৫, ১২:২২:২৪ দুপুর
পুটির বাপ ! ও পুটির বাপ !! করো কি ?
ওগো পুটির বাপ, শুনছ না কেন ? বলি তুমি কি শুনতে পাচ্ছ ?
ও পুটির পচা বাপ !!!
: কি আমি পুটির পচা বাপ ??
: নয় তো কি ?...কি বলি শুনছো না কেন ?
:দেখছ না গুরুত্বপূর্ণ কাজ করছি..
:তুমি গাছ পুতছ,এটা তো তোমার প্রতিদিনকার কাজ...হয় নিজের জমিতে নয়ত পরের জমিতে গাছ পুতো...বলি এসব ফলের গাছ বড় হলে ফলগুলো চোখে দেখতে পারবে ?
: পুটির মা, এভাবে কেন ভাবো ? সবকিছু আমাদেরকেই খেতে হবে ? এটা যে সদকায়ে জারিয়া...মরার পরও সওয়াব পেতে থাকব এসব কারনে....গাছ নয় বলো সওয়াব লাগাচ্ছি...
:হয়েছে হয়েছে...আচ্ছা তুমি নাকি ছোটবেলায় মারাত্মক তেতুলখোর ছিলে...
:হাহাহা...হ্যা ঠিক,,কে বললো তোমাকে এটা ?
:সে কথা পরে, আগে বলো তেতুলখোর ছিলে কিনা...
: আরে ছিলাম মানে প্রচন্ড রকম ছিলাম। একবার আমার অনেক জ্বর হল। জ্বরের কারনে শুয়ে ছিলাম। কিন্তু তেতুলের লোভ মাথাচাড়া দিয়ে উঠল। আমি বাজারের দিকে হাটা ধরলাম হাতে বোধহয় এক টাকা। ভালোকরে হাটতে পারছিলাম না কিন্তু গেলাম। তারপর তেতুল কিনে মনের আনন্দে চলে আসলাম। আরেকবার নেশা ওঠাতে বাজারের গুড় পট্টিতে গেলাম। এটা পাওয়া যেত হয় গুড় পট্টিতে নয়ত চুড়ীপট্টিতে। কিন্তু এটা সিজন ছিলনা। গুড় পট্টির এক লোক পুরোনো তেতুল রাখত। সবখানে ব্যর্থ হয়ে তার কাছে গেলাম। লোকটা তার বাশের শলায় তৈরী ছোট্ট ঝুড়িতে উকি দিয়ে বলল, না তেতুল শেষ। আমি তাকিয়ে দেখলাম তখনও কিছুটা এই ঝুড়িতে লেগে আছে। বললাম লেগে থাকাটুকু আপনি হাত দিয়ে চেছে উঠিয়ে দেন আমার লাগবেই। লোকটা কোনো মনে ছোট এক দলা তেতুল বের করল। ওটাই নিয়ে বাড়ি ফিরলাম আনন্দে। এর সাথে আমি বেশী লবন আর হলুদ ,লেবুর পাতা মেশাতাম যাতে পরিমানে বেশী হয়। লেবুর পাতাটাও অনেক সময় খেয়ে ফেলতাম। কিন্তু বাড়ি এসে খাওয়ার সময় দেখী সমস্ত তেতুলে ছোট ছোট সাদা সাদা পোকা। কিন্তু তেতুল ফেলা লোক আমি না। সবগুলো পোকা বেছে সেই তেতুল খেয়ে ফেললাম। আমার তেমন একটা সমস্যা হতনা। আর এলাকায় একমাত্র তেতুল গাছটায় তেতুল পাকলে আমার মত ঢিল কেউ মারত না। মনে আছে ক্লাশ ফোরে থাকতে একবার কয়েক গ্রাম দূরের একটা গ্রাম পদ্মপুকুরে গিয়েছিলাম তেতুলের নেশায়। তখন বাজারে যাওয়াও আমার আব্বার কড়া নিষেধ ছিল। কিন্তু জীবনেও তার আদেশ মানতাম না। ইদুর সাথে গেলাম সেই গ্রামের তেতুল গাছটার কাছে। এ গ্রামের লোকেরা তেতুল পাড়লে কিছু মনে করত না। এই তথ্য ইদু সম্ভবত তার আব্বার থেকে জেনেছিলো। আমরা বেশ কিছু তেতুল পাড়লাম,তারপর কিছু পকেটে ভরে,কিছুটা খেতে খেতে বাড়ি ফিরলাম।....কত লোকের গাছে যে উঠেছি...
ওকি তুমি কোথায় যাচ্ছ ??
: ঘরে কিছু কামরাঙ্গা আছে। পাশের বাড়ির চাচি দিয়েছিলো। এত ভয়ঙ্কর টক যে মুখে দেওয়া গেলনা। এগুলোর একটা গতি হল।
: আহা তুমি বড্ড ভালো মানুষ। আমি মিস্টি কামরাঙ্গা একদমই পছন্দ করিনা। এগুলো ছোট ছোট করে কেটে মরিচ,সরিষা বাটা,লেবুর পাতা দিয়ে মাখালে যা লাগেনা.....ও পুটির মা ,একটু সরিষা বাটো না গো...আর একটু মরিচ...লেবুর পাতা তোমাকে ছিড়তে হবে না ওটা আমার কাজ...
: তোমাকে কথাটা বলাই ভুল হয়েছে...পারব না এসব...যাও তুমি করো গিয়ে।
: ওগো অমন করোনা গো...তুমি না কত ভালো !! সেদিন আমাকে মুড়ির মোয়া বানিয়ে খাওয়ালে,,আহা নলেন গুড়ের মোয়া..কি যে স্বাদ...!!
:এই তোমাকে মোয়া কবে বানায় খাওয়ালাম ?
:আহা একটু প্রশংসা করছি তাও তো দেখী করতে দিবেনা দেখছি....মোয়া বানিয়ে খাওয়াওনি তাতে কি হয়েছে ...আজ না হোক কাল নিশ্চয় খাওয়াবে.....পুটিমারি বটতলার হাটথেকে বেছে বেছে এক ভাড় দারুন গুড় নিয়ে আসলাম,তার একটা গতি করতে হবে না !!
: তুমি লোকটা আসলেই খাদক।
:সেটা কি আজকের কথা ? একেবারে ছোটবেলা থেকেই তো আমি খাদক...জানো একবার কি হয়েছে...
:তোমার হাভাতে মার্কা গল্প শোনার সময় আমার নেই......আমি গেলাম...
:ওগো যেওনা, যাচ্ছ কোথায় ??
: তোমার কি স্মুতি শক্তিও গেছে ?? এই না বললে মরিচ আর সরিষা বাটতে হবে ...
:ওহ হো....পুটির মা গো পুটির মা....তুমি কত্ত ভালো গো....যাও যাও...আমার তর সইছে না...
---------------
-----------------------------
---------------------------------------
আহা পুটির মা কামরাঙ্গার যা স্বাদ, তা অঅর কি বলব...খাবে নাকি একটু ?
: না, ওতে অনেক ঝাল দিয়েছো...
:ওহ দ্যাখো কান্ড, শুধু নিজের কথাই ভেবেছি..আচ্ছা এই অংশটুকু আমি ধুয়ে আবার বানাচ্ছি তোমার জন্যে.....দ্যাখো বেশ সুন্দর।
:পুটির বাপ আজ পূণিমার রাত জানো ?
: পূর্ণিমার রাত তাতে আমার কি ? এটা তো নতুন কিছু না, শত শত চাদ দেখেছি জীবনে। নাকি আজ রাতের চাদ গতবারের থেকে ৪গুন বড় ?
: নাগো ৪ গুন না আরও অনেক বড়।
:ধুর কি কও না কও....
:হ্যা গো হ্যা দেখো অনেক গুন বড়...আজ রাতে আমরা পুকুর পাড়ে গিয়ে বসব...
: হ্যা পুকুর পাড়ে কেন পুকুরের মাঝখানে গিয়ে বসব..
:আহা ক্ষেপছো কেন, ক্ষেপার মত কি বললাম ?? বলেছি পুকুর পাড়ে বসব..
:আর অামি বলেছি পুকুরের মাঝে গিয়ে বসব....
:তুমি রাগ করছ কেন ? রাগের কি বললাম ?
:রাগের কিছু বলোনি তারপরও পুকুরের মাঝে গিয়েই বসব।
:তোমার মাথা ঠিক নেই,খালি উল্টা পাল্টা কথা...আর বাশ ঝাড় থেকে এক গাদা বাশ কেটে কি করেছো শুনি ? কারো দোকানঘর বানিয়ে দিচ্ছ নাকি ? বাড়ির খেয়ে খালি বনের মোষ পেটাও...
: আমি বনের মোষ গন্ডার,হাতি সব পেটাব তোমার কি ?
:আমার আবার কি,সব তো তোমার...
:কেন সব আমার হবে কেন ??
:এইমাত্র তো তাই বললে...
:কি বললাম ?
:কিছু না...
:কিছু না তাইলে বললে কেন ?
:কি বললাম ?
:কিছু না...
: তুমি লোকটা বেশ পাজি গো পুটির বাপ...
:তুমিও পাজি কম না..
:এই তুমি আমাকে পাজি বললে ?
: ওরে নারে না.....পাজি তো আমি...
:না, পাজি আমিও...
:আচ্ছা তুমি পাজি..
:কি আমি পাজি ?
:তুমিই তো বললে যে তুমি পাজি...
:আমি বললাম বলে তুমিও বলবে ?
: ওরে যে যে একেবারে স্ক্র ...আগে ছিলো জিলাপী.....
:মানে ?
:মানে হল ,,,আগামী হাটে জিলাপী খাব,,তোমার জন্যেও আনব...
:পুটির বাপ,তুমি আমাকে জিলাপী আর স্ক্রুর মত প্যাচের বলেছো...
:ওরে না রে না, ইয়ার্কি করেছি.....তোমার সাথে একটু ইয়ার্কিও করতে পারব না !
:তাইলে বলো আজ রাতে পূর্ণিমার চাদ পুকুরঘাটে বসে দেখবে...
:আচ্ছা দেখব ...ঘাটে না প্রয়োজনে পুকুরের মাঝে বসে দেখব ..
:খালি ইয়ার্কি...পাজি কোথাকার......
----------------
-------------------------
--------------------------------------
:পুটির বাপ এশার নামাজ তো শেষ,চলো পুকুর ঘাটে যাই...
:কি ব্যাপার পুটির মা, আজ রাতের চাদের জন্যে তুমি এত উদগ্রীব, আচ্ছা চলো ....মুড়ির বয়েমটা সাথে নিলে হত না ??
:এ কি খাদক রে বাবা, কেবল না ভাত খেয়ে উঠলে....
:আচ্ছা ঠিক আছে চলো যাই..
:ও পুটির বাপ একি !!!
পুকুরের মাঝখানে মাচা বানালো কে ? ....তুমি ? কখন বানালে ??? ও ওই বাঁশগুলো দিয়ে এই কাজ করেছো......পুটির বাপ তুমি সত্যিই এক আজব লোক।
:পুটির মা, তুমি চাদনি রাত ভালোবাসো তাই তোমার কথা ভেবে এই কাজটা করেছি গোপনে। দ্যাখো কত সুন্দর মাচা , তোমার পছন্দ হয়েছে পুটির মা ?
:পুটির বাপ তুমি আমাকে অনেক সুখ দিয়েছো। আমি যা ভাবতেও পারিনা তাই দিয়েছো।
:আমি তোমাকে কিছুই দিতে পারিনি পুটির মা, তবে যদি আমার অনুভূতির কথা বলো,হৃদয়ের কথা বলো, সেখানকার পুরোটাই তুমি।
:আচ্ছা চলো মাচায় গিয়ে বসি.....আমাকে হাত ধরে নিয়ে যাও..
: পুটির বাপ তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকো...
:তাতে কি তোমার চাদ দেখা হবে ?
: হ্যা , এত বড় চাদকে কোলে নিয়ে বসে থাকলে চাদ দেখা হবেনা ??
:তুমি একটু বেশী বেশী বলো....
:না গো, তুমিই আমার চাদ, আকাশের চাদের চাইতেও অনেক মূল্যবান । আজকের চাদটা তো ওছিলামাত্র ,দুজন একসাথে বলে গল্পগুজব করব সেটাই মূল।
:আর সে জন্যেই তো মাচাটা বানালাম...
:পুটির মা আমার সাথে এই গরিব বাড়িতে তোমার ভালো লাগছে ?
:হ্যা,অনেক ভালো লাগছে। সত্যি বলতে কি, এখানে আমি এতটা হাসি আনন্দে থাকি যে কোনো কিছুর অভাবই চোখে পড়েনা। আর সবকিছুর উর্ধ্বে তোমার ভালোবাসাকে পাই ,এটাই তো আমি চেয়েছিলাম। আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ।
পুটির বাপ তুমি কি জানো, কেন আজ এখানে তোমাকে নিয়ে এসেছি ? ...জানবে কিভাবে তোমাকে তো বলিনি......
:পুটির মা কি বলবে গো ? খারাপ কিছু ?
:দূর পাগল ! খারাপ কিছু হলে তোমাকে এরকম স্থানে নিয়ে আসি !
:কেন, খারাপ কিছু বলতে তুমি আমাকে টয়লেটে নিয়ে যেতে ?
:আচ্ছা তুমি এত রসিক কেন বলো তো ?
:কারন আমার পুটির মাকে যে অনেক ভালোবাসি,তার সান্নিধ্যে আমি খুশী থাকি..তাই মনে আমার অনাবিল,অনাখাল,অনানদী আনন্দ সর্বদা সর্বক্ষন......আচ্ছা তাড়াতাড়ি বলো কি বলবে...নইলে পেটে নিম্নচাপ তৈরী হবে....
:পুটির বাপ !!
:হ্যা বলো....
: ও পুটির বাপ !!!
:হ্যা শুনছি তো বলো গো সোনা ময়না টিয়া...কবুতরের ডিম ..
:পুটির বাপ অামি....
:হ্যা ,তুমি কি !!!
:আমি পুটির মা হতে চলেছি.....
:পুটির মা আবার কি হবে, তুমি তো পুটির মা'ই আছো....আমার পুটির মা....................................................................
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
এই কি বললে ??? আবার বলো ....
:আহা উঠে বসলে কেন ? শুয়ে থাকো...
:না শুবো না, তুমি আবার বলো কি বললে....
:আমি মা হতে চলেছি ....
:ওরে সেকি !! হায় আল্লাহ আমি পুটির অরিজিন্যাল বাপ.....ওরে কে কোথায় আছিস ....ওরে আমি বাপ....আমি পিওর বাপ....সলিড বাপ.....
:পুটির বাপ লাফিয়ো না, মাচা ভেঙ্গে যাবে....থামো....
:ওরে গুলি মারি মাচায়...আজ কোনো আওয়াজ হবেনা...আমি পুটির বাপ...এই দিলাম লাফ.....
:হায় আল্লাহ কেন যে এই পাগলাটাকে এখন এই কথাটা বলতে গেলাম !!! নাহ আমার চাঁদ দেখা আর হল না....এখন বান্দর দেখতে হবে....
বিষয়: বিবিধ
১৫৮৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার পুটির মাও ভাল ডাইলোগ করতে পারে
জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ
.
.
Vallagse...
আর ছবির হংসমিথুন জোড়া কি পুঁটির বাবা আর মা ? ;
;
সেই দিন উনারে বললাম চলো আজকে চাঁদ সবচেয়ে বড় দেখাবে ইহ জিবনে সেই ভাগ্য আর নাও হতে পারে ছাদে উঠে দেখি। জবাব পাইলাম সিরিয়াল শেষ হোক!!!
তাই অভিজ্ঞ মানুষের মতের গুরুত্ব দিবেন।
হাঁস দুইটা রোষ্ট করলে অারো সুন্দর লাগবে!
হাসদুটো পুটির মার। ডান পাশেরটা সিস্টেম করা যায় কিনা ধান্দায় আছি। তার মন মেজাজ ভালো হলে আবদার করব
তবে এটা খুবই ভাল মুসলমানদের সংখ্যা বাড়বে ।
একটু রয়ে সয়ে কল্পনা জল্পনা করেন!তবে পর্ব ভালো লেগেছে!
মন্তব্য করতে লগইন করুন