যাদের জীবন হকের জন্য , তারা কি কখনো অন্যায়ের কাছে আপোষ করে ! প্রশ্নই উঠে না তার কয়েকটি জলন্ত উদাহরন দেখুন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৪:০৪ রাত
জালিম শাহীর ক্ষমতা ভুতের নগরীতে বসবাসের মতোই আতংকিত সদায়। ভুত বলতে কাল্পনিক ভুতের কথা বুঝাইছি ভাই জান।
গত কালকের কয়েকটা দৈনিকে পড়লাম একজন নাস্তিক ব্লগার মহিলাকে নাকি কারা ফলো করেছিল বলে সন্দেহ হয়েছিল তারপর সে কৌশলে বাসায় গিয়ে পরের দিন থানায় জিডি করেছে।
এখন সেই নাস্তিক ব্লগারটি নাকি তার ঘরের ভিতরও আতংকিত থাকে। কাটা চামুচও যদি ঘরের মেঝেতে পড়ে তার ঝনঝনাতি শব্দে আতংকিত হয়ে পড়ে। তার কাছে মনে হয় কেউ যেন তাকে আক্রমন করতে আসতেছে।
কিন্তু তার বিপরিত দেখুন যারা হক পথের পথিক তারা জানে নিশ্চিত জালিম শাহী তাদেরকে কারাগারে নিক্ষেপ করবে অথবা হত্যা করবে তারপরেও কিন্তু শীর নত করেনা।
১.
"আমি বসে গেলে দাঁড়িয়ে থাকবে কে? "বুলেটের সামনে দীপ্ত ঘোষণা।
____ আল্লামা সাইয়েদ আবুল আ'লা মওদূদী
২."মৃত্যুর ফয়সালা যমীনে নয়, আকাশে হয়ে থাকে।"
____আল্লামা সাইয়েদ আবুল আ'লা মওদুদী।
৩."কোনো মুসলমানের জন্য মৃত্যুকে ভয় করা জায়েয নেই।"
_____ অধ্যাপক গোলাম আজম
৪."নবুওয়তের দরজা বন্ধ কিন্তু শাহাদাতের দরজা এখনো খোলা রয়েছে।"
_____শহীদ আব্দুল কাদের মোল্লা
৫."আমার প্রাণ বুক পকেটেই থাকে, যখনই আল্লাহ চাইবেন তখনই দিয়ে দিবো।
"
_____আল্লামা সাঈদী
৬."ওহে জালিম তুমি কাকে দেখাও ভয় ঐ ভয়ে কম্পিত নয় আমার হৃদয়,
কুরআনের রাজ কায়েমে উৎসর্গিত আমার সকল জাগতিকতা প্রহসনের
ফাঁসির রশি আমার পায়ের জুতার ফিতা।"
____আল্লামা সাঈদী।
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ
যারা অন্তরে শহীদি তামান্না পোষণ করেন তারা পেছনে ফেরার দরজা খোলা রাখে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন