একটু দাঁড়া
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৬:১৩ রাত
চলার পথে ,অনেক কথা
শুনবি যারা একটু দাঁড়া।
আচমকা করবে বিকট শব্দ ,
কালো ধোয়ায় সবাই হবে অন্ধ।
সাহসী সামনে যাবে এগিয়ে ,
বাকিরা যাবে অনেক দূর পালিয়ে।
পরিশেষে সাহসীর হবে জয়
জালিমের অন্তরে শুরু হবে ভয় !!
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাকিরা যাবে অনেক দূর পালিয়ে।
একটু অনধিকার চর্চা করলাম-
চলতে পথে একটু দাঁড়া,
অনেক কথা- শুনবি যারা
শুনবি হঠাত শব্দ বিকট
অন্ধ ধোঁয়ায় বন্ধ কপাট
বীর সাহসী সামনে আগায়
ইবলিশেরা দৌড়ে পালায়
অত্যাচারীর অন্তরে ভয়
হঠাত বুঝি প্রাণটা হারায়!!
আলসেমী ছাড়, আর দেরী নয়-
দুঃসাহসেই আসবে বিজয়!!
**************
নীরেন্দ্রনাথ চক্রবর্তী-র "কবিতার ক্লাশ" বইটা কাব্যচর্চার জন্য খুবই সহায়ক!
মন্তব্য করতে লগইন করুন